সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার: দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/ ============
কুমিল্লার দেবীদ্বারে প্রবাসী বন্ধুত্ব ও আন্তরিকতার এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন ওমানের বিশিষ্ট ব্যবসায়ি ইব্রাহিম সায়িদ মোহাম্মদ সেলামী। দীর্ঘদিনের ব্যবসায়িক পার্টনার ও বন্ধু ওমান প্রবাসী মো. মোশাররফ হোসেনের মেয়ের বিয়েতে অংশ নিতে তিনি হেলিকপ্টারযোগে দেবীদ্বারে এসে উপস্থিত হন।
রোববার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকার একটি হেলিকপ্টার থেকে দেবীদ্বার উপজেলার চরবাকর উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করেন তিনি। এ সময় স্থানীয় মানুষ ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় তাকে বরণ করে নেন, যা এলাকায় ব্যাপক কৌতূহল ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।
জানা যায়, চরবাকর গ্রামের বাসিন্দা ও ওমানের রাজধানী মাসকাট শহরে প্রতিষ্ঠিত ব্যবসায়ি মো. মোশাররফ হোসেন ওমানের ‘আল মোতাফেল কনস্ট্রাকশন ফার্ম’-এর একজন পার্টনার। প্রতিষ্ঠানটির প্রধান ব্যবসায়িক সহযোগী হিসেবেই ওমানের খ্যাতনামা ব্যবসায়ি ইব্রাহিম সায়িদ মোহাম্মদ সেলামী দীর্ঘদিন ধরে তার সঙ্গে যুক্ত রয়েছেন।
মো. মোশাররফ হোসেন জানান, তার বড় মেয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ার মোসাম্মৎ মাহমুদা আক্তারের সঙ্গে ভোলা জেলার লালমোহন এলাকার ‘বাহারুল খান এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ি বাহালুল খানের ছেলে কম্পিউটার ইঞ্জিনিয়ার মো. রাইজুল খান লিখনের বিবাহ সম্পন্ন হয়। বর-কনে দু’জনই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করেছেন। এই পারিবারিক আয়োজনে বিশেষ অতিথি হিসেবে অংশ নিতে ইব্রাহিম সায়িদ মোহাম্মদ সেলামী আমন্ত্রণ গ্রহণ করেন।
তিনি আরও জানান, গত ২০ জানুয়ারি বাংলাদেশে এসে অতিথি ওমানি ব্যবসায়ি দেশের বিভিন্ন ব্যবসা-বাণিজ্য সম্পর্কে খোঁজখবর নেন এবং ভবিষ্যতে বাংলাদেশের গার্মেন্টস খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেন।
সংবর্ধনার বিষয়ে মোশাররফ হোসেন বলেন, ‘প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে ভূমিকা রাখছেন। প্রবাসী ও বিদেশি কফিলদের সম্মান জানানো আমাদের নৈতিক দায়িত্ব। আমার গ্রাম চরবাকরের প্রায় প্রতিটি পরিবারের কেউ না কেউ প্রবাসে রয়েছেন। বিশ্বের বিভিন্ন দেশে এ গ্রামের পাঁচ শতাধিক মানুষ কর্মরত।’
হেলিকপ্টার থেকে নেমে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওমানের বিশিষ্ট ব্যবসায়ি ইব্রাহিম সায়িদ মোহাম্মদ সেলামী বলেন, ‘মো. মোশাররফ হোসেন আমার ব্যবসায়িক পার্টনার ও ঘনিষ্ঠ বন্ধু। তার আমন্ত্রণে বাংলাদেশে এসেছি। বাংলাদেশ অত্যন্ত সুন্দর একটি দেশ, এখানকার মানুষের আতিথেয়তায় আমি মুগ্ধ।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের গার্মেন্টস শিল্প বিশ্বজুড়ে সুনাম অর্জন করেছে। ভবিষ্যতে এ খাতে ব্যবসায়িকভাবে যুক্ত হওয়ার ব্যাপারে আমি আশাবাদী।’
এছাড়া তিনি জানান, ওমানে প্রায় ৮০ হাজার বাংলাদেশি প্রবাসী বিভিন্ন সেক্টরে সুনামের সঙ্গে কাজ করছেন এবং বাংলাদেশ থেকে রপ্তানিকৃত টুপির ওমানের বাজারে ব্যাপক চাহিদা রয়েছে।
ছবির ক্যাপশনঃ দেবীদ্বারে হেলিকপ্টারে আসা ওমানের বিশিস্ট ব্যবসায়ি ওমানের বিশিষ্ট ব্যবসায়ি ইব্রাহিম সায়িদ মোহাম্মদ সেলামীকে ফুলের শুভেচ্ছায় সংবর্ধিত করেছেন। সংবাদ প্রকাশঃ ২৫-০১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com