সাপাহারে ব্যবসায়ী ও বণিক সমিতির সদস্যদের সাথে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময়

সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী :সংবাদদাতা জানান ======
নওগাঁর সাপাহারে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জিরো পয়েন্টে উপস্থিত হয়ে আম বাগান মালিক, আম ব্যবসায়ী, স্থানীয় দোকানদার ও বণিক সমিতির সদস্যদের সাথে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় করেন।
বৃহস্পতিবার(২২জানুয়ারি) তিনি ব্যবসায়ী ও স্থানীয় নাগরিকদের সঙ্গে সরাসরি আলোচনা করেন এবং এ’অঞ্চলের শান্তি, নিরাপত্তা ও অপরাধ প্রতিরোধ নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষা, সামাজিক নিরাপত্তা ও ব্যবসায়িক কর্মকাণ্ডের জন্য সুস্থ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পুলিশ সুপার বলেন সাপাহার বাজার একটি গুরুত্বপূর্ণ ব্যবসা কেন্দ্র। বিভিন্ন যানবাহন এবং ভ্রাম্যমান দোকান সমূহ রাস্তার একটি অংশ দখল করায় যানজটের সৃষ্টি হচ্ছে। তিনি ব্যবসায়ীদের সহযোগিতায় যানজট নিরসনে উদ্যোগ গ্রহণ করবেন বলে জানান । তিনি উপস্থিত ব্যবসায়ী ও স্থানীয় নেতাদের প্রতি জোর দেন যেন তারা আইন শৃঙ্খলা বজায় রাখতে পুলিশকে সহায়তা করেন এবং সামাজিক দায়িত্ব পালন করেন।
এ সময় ব্যবসায়ী ও স্থানীয় নাগরিকরা তাদের বিভিন্ন সমস্যার বিষয়ে পুলিশ সুপারকে অবহিত করেন। পুলিশ সুপার প্রতিটি সমস্যার সমাধানে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন এবং সকলকে সতর্ক ও দায়িত্বশীল থাকার জন্য উৎসাহিত করেন।
মতবিনিময় শেষে পুলিশ সুপার আশ্বাস দেন যে, নওগাঁ জেলা পুলিশ স্থানীয় জনগণ ও ব্যবসায়ীদের সম্পূর্ণ সহায়তা প্রদানে সর্বদা প্রস্তুত থাকবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সক্রিয় ভূমিকা রাখব। সংবাদ প্রকাশঃ ২৪-০১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন