রামচন্দ্রপুর তেলের দোকানে ভয়াবহ অগ্নিকান্ডে ৭/৮ লাখ টাকার ক্ষতি ঃ ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন রামচন্দ্রপুর উত্তর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের একাংশ।
সিটিভি নিউজ।। বিল্লাল হোসেন, মুরাদনগর থেকে সংবাদদাতা ঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন রামচন্দ্রপুর উত্তর বাজারে বৃহস্পতিবার বিকেলে এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। বিকেল সোয়া চারটার দিকে মেসার্স হাজী মিজান ট্রেডার্স নামক একটি জ্বালানি তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। ড্রাম থেকে অকটেন বের করার সময় গ্যাসের চাপে হঠাৎ আগুন লেগে যায় বলে জানা গেছে। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে এবং পাশের বিল্লাল মিয়ার ফার্নিচার দোকানসহ তিনটি ঘরকে গ্রাস করে।
আগুন লাগার খবর পেয়ে মুরাদনগর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আগুনের তীব্রতা বেশি হওয়ায় এবং বারবার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটায় ফায়ার সার্ভিস কর্মীরা তিতাস নদী থেকে পাইপ দিয়ে পানি এনে কাজ শুরু করেন। স্থানীয় জনতাও নদী থেকে পানি সরবরাহ করে আগুন নেভাতে প্রাণপণ চেষ্টা চালান। প্রায় তিন ঘণ্টার নিরলস প্রচেষ্টায় সন্ধ্যা ৭টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা।
অগ্নিকাণ্ডে মেসার্স হাজী মিজান ট্রেডার্সের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মালিকের পরিবার সূত্রে জানা গেছে, দোকানে থাকা প্রায় ৩৫ ড্রাম ডিজেল, পেট্রোল, মবিল ও অকটেন এবং নগদ ২ লক্ষ টাকাসহ প্রায় ৭/৮ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। অন্যদিকে ফার্নিচার দোকানের মালিক বিল্লাল মিয়া দাবি করেছেন, তার দোকানের মূল্যবান যন্ত্রপাতি ও তৈরি করা আসবাবপত্র পুড়ে প্রায় ৫ থেকে ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
এই ঘটনার ফলে রামচন্দ্রপুর বাজারের ১১ কেভি বৈদ্যুতিক লাইনের তার ও মিটার পুড়ে গিয়ে আশ-পাশের গ্রামগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পল্লী বিদ্যুতের একটি দল বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে দ্রুত কাজ শুরু করেছে। এছাড়া অগ্নিকাণ্ডের সময় রাস্তার দুই পাশে শত শত যানবাহন আটকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ঘটনার খবর পেয়ে বাঙ্গরা বাজার থানা পুলিশের একটি দল এলাকায় নিরাপত্তা নিশ্চিত করে
মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাকিব হাসান খান ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সমবেদনা জানান। ফায়ার সার্ভিস জানিয়েছে, ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্ত শেষে নিশ্চিতভাবে বলা সম্ভব হবে। সংবাদ প্রকাশঃ ২৩-০১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=