নির্বাচনের আগে কালীগঞ্জে সহিংসতা: স্বতন্ত্র প্রার্থীর সভায় যেতে গিয়ে হামলা, আহত ৩

সিটিভি নিউজ।। মানিক ঘোষ নিজস্ব প্রতিনিধি:==========
ঝিনাইদহ-৪ আসনের নির্বাচনী মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী সভায় যোগ দিতে যাওয়ার পথে হামলার অভিযোগ উঠেছে। এতে তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর আনুমানিক আড়াইটার দিকে উপজেলার উল্ল্যা ও রামচন্দ্রপুর গ্রামে পৃথক স্থানে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন— উল্ল্যা গ্রামের আনোয়ার হোসেন কালু বিশ্বাস, সদর উপজেলার সমসপুর গ্রামের শহিদুল ইসলাম এবং ধনঞ্জয়পুর গ্রামের মো. আবু মিয়া।
আহত আনোয়ার হোসেন কালু বিশ্বাস জানান, তিনি বাইসাইকেলযোগে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের নির্বাচনী সমাবেশে অংশ নিতে কালীগঞ্জে যাচ্ছিলেন। এ সময় পথে একদল দুর্বৃত্ত লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। একই সময়ে রামচন্দ্রপুর এলাকায় স্বতন্ত্র প্রার্থীর কর্মী শহিদুল ইসলাম ও আবু মিয়ার ওপরও হামলা চালানো হয়।
হামলার পর হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনাটি ঘিরে এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।
ঝিনাইদহ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ জনসভা শেষে হাসপাতালে আহত ব্যক্তিদের দেখতে যান।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন,খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর একাধিক দল ঘটনাস্থলে পৌঁছেছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। দোষীদের শনাক্ত ও আটকের জন্য অভিযান চলছে।
নির্বাচনের আগে এ ধরনের সহিংস ঘটনায় সাধারণ ভোটারদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। সংবাদ প্রকাশঃ ২৩-০১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন