সমতটের কাগজ-এর আয়োজনে শীতার্ত-অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ

সিটিভি নিউজ।। স্টাফ রিপোর্টার : ‘জয় হোক মানবতার’…এই শ্লোগানকে হৃদয়ে ধারণ করে আজ ২৩ জানুয়ারি বিকেলে কুমিল্লা শহরে গ্লোবাল ইউনিক একাডেমিতে সমতটের কাগজ-এর আয়োজনে শীতার্ত-অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বীরমুক্তিযোদ্ধা-সৃজনশীল ব্যক্তিত্ব-শিক্ষক মিয়া মো: আলাউদ্দিন। স্কুলের অধ্যক্ষ-কবি-সাহিত্যিক উত্তম বহ্নি সেন-এর সভাপতিত্বে সম্মানিত অতিথি ছিলেন সৃজনশীল ব্যক্তিত্ব মো: ইউনুস আলী, কালিকাপুর আবদুল মতিন খসরু কলেজের প্রভাষক মল্লিকা রাণী দে, সৃজনশীল সংগঠক-সাংবাদিক এমদাদুল হক ইয়াছিন ও জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় জেলা ও বিভাগীয় প্রতিযোগিতায় (শ্রেষ্ঠ স্কাউট) দেবোত্তম বহ্নি সেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সমতটের কাগজ-এর সম্পাদক ও প্রকাশক জামাল উদ্দিন দামাল।
প্রধান অতিথি বীরমুক্তিযোদ্ধা-শিক্ষক মিয়া মো: আলাউদ্দিন বলেন, আজকে মাঘের পড়ন্ত বিকেলে সমতটের কাগজ-এর আয়োজনে ২০ জন অসহায়-শীতার্তদের মাঝে কম্বল ও জাম্পার বিতরণ করেছে। সকলের ছবিও তোলা হয়নি। এই ধরনের মানবিক উদ্যোগ সত্যিই অসাধারণ মহতী কার্যক্রম। প্রতিবছর পত্রিকাটির মাধ্যমে সম্পাদক ও প্রকাশক জামাল উদ্দিন দামাল শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে থাকেন। যত দূর জানি, পত্রিকার সম্পাদক শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে বেশির ভাগ ক্ষেত্রেই ছবি তোলা থেকে বিরত থাকেন-এটাও তার সুন্দর একটি পরিচ্ছন্ন মানবিক দিক। গত একমাস ধরে একাধিকবার বিচ্ছিন্নভাবে তীব্র শীতে রাতের বেলায় পথশিশু, বৃদ্ধ ও প্রতিবন্ধীদের মাঝে পত্রিকাটির মাধ্যমে শীতবস্ত্র বিতরণ করেছেন। এই ধরনের মানবিক কার্যক্রম আগামী দিনগুলিতে অব্যাহত থাকবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। সর্বশেষ সমতটের কাগজ-এর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। সংবাদ প্রকাশঃ ২৩-০১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন