রামুতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ দুইজন আটক

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান কক্সবাজার প্রতিনিধি ====== কক্সবাজারের রামু উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ দুইজনকে আটক করেছে রামু থানা পুলিশ।
পুলিশ জানায়, বুধবার (২১ জানুয়ারি) ভোররাতে রামু থানার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানের নেতৃত্ব দেন এসআই মোঃ শওকত জামিল।
রাত আনুমানিক ৩টার দিকে রামু থানাধীন ৪ নম্বর কাউয়ারখোপ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের লামারপাড়া এলাকায় চেয়ারম্যান বাড়ির পশ্চিম পাশে মসজিদ পুকুরপাড়ে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে পুলিশ দেখতে পায়, ১০ থেকে ১৫ জনের একটি ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে সেখানে সমবেত হয়ে প্রস্তুতি নিচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে দলের অধিকাংশ সদস্য পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে মেহেদী হাসান (২০) ও জসিম উদ্দিন (২২) নামে দুইজনকে হাতেনাতে আটক করা হয়।
এ সময় আটককৃত ও পলাতক ডাকাতদের ফেলে যাওয়া বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও ডাকাতি কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে—একটি ধারালো লম্বা কিরিচ, তিনটি ধারালো ছুরি, দুইটি ধারালো দা, দুইটি লোহার হাতুড়ি, একটি চাইনিজ কুড়াল সদৃশ্য কুড়াল, একটি তালা কাটার যন্ত্র, তিনটি প্লাস এবং একটি চেইনযুক্ত বিশেষ লোহার যন্ত্র। এসব আলামত জব্দ তালিকামূলে জব্দ করা হয়।
আটককৃতরা হলেন—মেহেদী হাসান (২০), পিতা মৃত শফি আলম এবং জসিম উদ্দিন (২২), পিতা বাদশা মিয়া। তারা উভয়ই রামু উপজেলার ৪ নম্বর কাউয়ারখোপ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের লট উখিয়ার ঘোনা এলাকার বাসিন্দা।
রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, “ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।” সংবাদ প্রকাশঃ ২২-০১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=