দেবীদ্বার : সামাজিক সহযোগিতায় নতুন ঘর পেয়ে আনন্দে আত্মহারা দরিদ্র আনোয়ারা

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/=========
কুমিল্লার দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের তেয়াপুস্কুরনী গ্রামের ওর্য়াড মেম্বার ইদ্রিস মিয়ার উদ্যোগে বিভিন্ন সামাজিক ব্যক্তি, সংগঠন ও প্রবাসীদের অর্থায়নে নতুন টিনের ঘর নির্মাণ করে দিলেন হতদরিদ্র আনোয়ারা বেগমকে।
বুধবার (২১ জানুয়ারি) উপজেলার তেয়াপুস্কুরনী গ্রামের ওই নারীর বাড়িতে নতুন ঘরটি শুভ উদ্বোধনের মধ্যে দিয়ে ঘরের চাবি হস্তান্তর করা হয় তার কাছে।
এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মু. সাইফুল ইসলাম শহীদ, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মু.শরিফুল ইসলাম, ইউনিয়নের ৩নং ওর্য়াড জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ হারুন, মোঃ কবির হোসেন ভূঁইয়া, জয়নাল আবেদীন ধনু।
ইদ্রিস মেম্বার জানান, তিনি দরিদ্র আনোয়ারার দূরাবস্থা তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিত্তবান ও মানবিক মানুষের কাছে একটি ঘর তৈরীর আবেদন জানান। তার আবেদনে কয়েক দিনের মধ্যেই ঘরের টাকা চলে আসে।
তিনি আরো জানান, তিনি বিভিন্নভাবে সামাজিক উন্নয়নে কাজ করেন। তার ব্যক্তিগত ফেসবুক পেইজে জনগণের বিভিন্ন সমস্যা নিয়ে লাইভ করে আর্থিক সহযোগীতা কামনা করেন তিনি। এ নিয়ে নতুন চারটি ঘর নির্মান ও একাধিক অসুস্থ দরিদ্রদের পাশে দাঁড়িয়েছেন আর্থিক সহযোগীতা নিয়ে। তিনি গত চার পাঁচ মাস আগে স্থানীয় দরিদ্র আনোয়ারা বেগমের ঘরে বৃষ্টি পানি পড়া ও দুর্ভোগ নিয়ে লাইভ করেন। সেই লাইভে আর্থিক সহযোগিতা চাইলে ব্যাপক সাড়া পেয়ে দরিদ্র পরিবারটির জন্য নতুন ঘর নির্মাণ শুরু করেন। দীর্ঘ প্রচেষ্টার পর দুই লাখ তেইশ হাজার টাকায় ঘরটি সম্পন্ন করেন। আনুষ্ঠানিক ভাবে ঘরটি শুভ উদ্বোধন মধ্যে দিয়ে ঘরের চাবি হস্তান্তর করা হয় তার কাছে।
আনোয়ারা বেগম’র স্বামী ও তিন কন্যা নিয়ে তাদের সংসার। ঘর পেয়ে তিনি আবেগ আপ্লুত হয়ে বলেন, স্বামীর স্বল্প আয়ের উপর তিন কন্যাকে বিবাহ দিয়ে কোন রকমে তারা জীবিকা নির্বাহ করছেন। দীর্ঘদিন ধরে ভাঙ্গা একটি ঘরে বসবাস করছেন তারা। বর্ষাকালে টিনের চাল দিয়ে পানি পড়ত। এখন নতুন ঘর উপহার পেয়ে তিনি খুবই খুশি।
ছবির ক্যাপশনঃ দেবীদ্বারে হতদরিদ্র আনোয়ারা বেগমকে নতুন ঘর উপহার দিয়ে দোয়া ও মোনাজাত করা হয়। সংবাদ প্রকাশঃ ২২-০১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=