সিটিভি নিউজ।। মনোয়ার হোসেন, চৌদ্দগ্রাম উপজেলা কুমিল্লা সংবাদদাতা : কুমিল্লার চৌদ্দগ্রামে করপাটি হাজী মনির উদ্দিন আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শামীমা হক এর অবসরজনিত বিদায় উপলক্ষে রাজকীয় সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ সময় বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায়ী শিক্ষককে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান সহ শিক্ষক-শিক্ষার্থীদের পক্ষ থেকে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকালে উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি ও বৈলপুর মুক্তিযোদ্ধা বাজার সংলগ্ন বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো. নূরুল আমিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাফকাত আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম মীর হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কাজী মো. বশির আহমেদ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহআলম এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মো. মনিরুজ্জামান মনির এর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মো. আহসান হাবীব বেপারী, বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মো. তাজুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক কাজী মো. মহিন উদ্দিন নয়ন, মরকটা রাবেয়া আরশাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো, আবুল হাশেম, মাসকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. মিজানুর রহমান, করপাটি আইডিয়াল কিন্ডার গার্টেন এর প্রধান শিক্ষক সাংবাদিক মুহা. ফখরুদ্দীন ইমন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন করপাটি হাজী মনির উদ্দিন আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইব্রাহিম খলিল, নাসিমা আক্তার, মাহফুজা আক্তার, আফরোজা আক্তার পান্না, মো. জাফর আহমেদ, নজরুল ইসলাম বিএসসি, দীপু কুমার রায়, তাসলিমা আক্তার, অফিস সহকারী মাহমুদুল হাসান রবিন, বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী কুলসুমা আক্তার মুন্নী, কানিজ ফাতেমা, আনিকা তারাননুম, সাইফুন্নাহার শিখা প্রমুখ। এ সময় বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংবাদ প্রকাশঃ ২০-০১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com