চৌদ্দগ্রামে গভীর রাতে মাদরাসা বাসে অগ্নিসংযোগ ‎প্রতিবাদ ও দোষীদের গ্রেফতারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

চৌদ্দগ্রামে গভীর রাতে মাদরাসা বাসে অগ্নিসংযোগ
‎প্রতিবাদ ও দোষীদের গ্রেফতারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সিটিভি নিউজ।। মনোয়ার হোসেন,চৌদ্দগ্রাম সংবাদদাতা কুমিল্লা: ‎কুমিল্লার চৌদ্দগ্রামে গভীর রাতে মাদরাসার বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার উপজেলার বাতিসা ইউনিয়নের নানকরা আয়েশা সিদ্দিকা (রা.) মাদরাসার সামনের সড়কে এই ঘটনা ঘটে। এর প্রতিবাদে সোমবার দুপুরে নানকরা-তারাশাইল সড়কে মানববন্ধন করেছে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, সচেতন অভিভাবক সহ এলাকাবাসী।

‎মাদরাসার প্রতিষ্ঠাতা মজিবুর রহমান ভূঁইয়া জানান, রাতে দুর্বৃত্তরা বাসে আগুন দিলে নাইট গার্ড ও এলাকাবাসীর সহযোগিতায় আগুণ নিয়ন্ত্রণে আনা হয়। কিছুদিন আগেও এই বাসটির ব্যাটারী চুরি করে নিয়ে যায় চোর। আমরা এর প্রতিকার চাই এবং দোষীদের সনাক্ত শেষে শাস্তির দাবি জানাচ্ছি।

‎মানববন্ধনে বক্তব্য রাখেন, মাদরাসার কো-অর্ডিনেটর মাওলানা মোহাম্মদ আবুল কাশেম, তত্ত্বাবধায়ক মো. আবু ইউসুফ, ইসলামী ব্যাংকের সাবেক ম্যানেজার মো. হাবিবুর রহমান, মাদরসার শিক্ষক মাওলানা মো. মনিরুজ্জামান রিয়াদ, শিক্ষিকা মনোয়ারা বেগম, স্থানীয় সমাজসেবক জহিরুল কাইয়ুম চৌধুরী। এ সময় বক্তারা বলেন, যারা ইসলামী শিক্ষা পছন্দ করেনা, যারা নবী রাসূলের সুন্নত পছন্দ করেনা, তারাই আজ মাদরাসা শিক্ষার্থীদের পরিবহন কাজে ব্যবহৃত বাসে আগুন দিয়েছে। তারা শিগগিরই দুর্বৃত্তদের গ্রেফতার করতে প্রশাসনের নিকট জোর দাবি জানান। সংবাদ প্রকাশঃ ১৯-০১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন