লাকসামে গঙ্গা আরতীর আহবানের মধ্য দিয়ে শ্রী শ্রী জগন্নাথ বাড়িতে ৩৬ প্রহর ব্যাপী হরিনাম সংর্কীতণ অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। দেবব্রত পাল বাপ্পী, লাকসাম সংবাদদাতা জানান =======
কুমিল্লার লাকসামে রবিবার (১৮ জানুয়ারি) রাতে পৌরশহরের কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে প্রতিবছরের ন্যায় এবারও জগন্নাথ দিঘীর দক্ষিণ ঘাটে গঙ্গা আরতী আহবানের মধ্যদিয়ে ৩৬ প্রহরব্যাপী হরিনাম সংর্কীতণ অনুষ্ঠিত হয়েছে।
সরেজমিনে ঘুরে দেখা যায়, ৩ দিনব্যাপী গীতাপাঠ হয়েছে মন্দির প্রাঙ্গণে। মন্দিরের পাশে বিশাল হল রুমে পাশে লাল পাইরের শাড়ি পরিহিত মহিলারা লাইনে দাড়িয়ে মাটির প্লেটে ৩টি মাটির প্রদীপ সাজিয়ে মোট ৭৫০টি প্রদীপ নিয়ে লাইন ধরে জগন্নাথ দিঘীর চারপাশ ঘুরে দক্ষিণ ঘাটলায় এসে শেষ হয় এবং পূর্বদিকে পাড়ের উপরে দাড়িয়ে থাকতে দেখা যায়। ঢাকঢোল, আতশবাজি ফুটিয়ে শুভ সূচনা হয়। দক্ষিণ ঘাটে ৫জন পুরহিত পূজা শেষ করে গঙ্গার উদ্দেশ্যে আরতি, শঙ্খ বাজিয়ে এবং ৫ পুরহিতের হাতে পিতলের হাতে প্রদীপ জ¦ালিয়ে গঙ্গা উদ্দেশ্যে আরতি নিবেদন করেন। মহিলারা উলু ধ্বনি ও পুরুষরা জয় জগন্নাথ বলে ধ্বনি দিতে থাকে।
এসময় উপস্থিত ছিলেন- লাকসাম জগন্নাথ মন্দিরের সম্পাদক অরবিন্দু সাহা বিন্দু, সহ-সভাপতি অমূল্য বনিক, পার্থ চৌধুরী, নিটুল সাহা, কুমিল্লা জেলা পূজা ফ্রন্টের সম্পাদক বিশ^তম সাহা বিশু, উত্তম সাহা বাচ্চু, প্রবীর দাস টেবলু, অসীম সাহা, ম্যানেজার বিজন সাহা সহ জগন্নাথ বাড়ি কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
জগন্নাথ বাড়ি কমিটির সম্পাদক অরবিন্দু সাহা বিন্দু বলেন, এ বছর নতুন করে লাকসাম জগন্নাথ দিঘীতে গঙ্গা আহবানের মধ্য দিয়ে অধিবাস সম্পন্ন হয়েছে। ৩৬ প্রহরব্যাপী হরিনাম সংর্কীতন শুরু হয়েছে। আশাবাদী আবহাওয়া ভাল থাকলে দূরদূরান্ত থেকে সনাতণ ধর্মালম্বীগণ জগন্নাথ মন্দিরে হরিনাম শ্রবন করবেন। প্রশাসনের লোকজন আমাদের সহযোগিতা করবেন বলে জানিয়েছেন। সংবাদ প্রকাশঃ ১৯-০১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন