সিটিভি নিউজ।। ময়লার ভাগাড় থেকে প্রাণের নদীতে ফেরাতে উদ্যোগ—নবগঙ্গায় শুরু ৩ দিনের পরিচ্ছন্নতা অভিযান
নিজস্ব প্রতিনিধি:
দীর্ঘদিনের দখল, ময়লা-আবর্জনা ও কচুরিপানার কবলে পড়া ঝিনাইদহের নবগঙ্গা নদীকে আবার জীবন্ত করে তুলতে শুরু হয়েছে বড় পরিসরের পরিচ্ছন্নতা অভিযান। পরিবেশের ভারসাম্য রক্ষা ও নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতেই এই উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন।
সোমবার সকালে শহরের নবগঙ্গা নদীর ক্যাসেল ব্রিজ সংলগ্ন এলাকায় তিন দিনব্যাপী এই পরিচ্ছন্নতা অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি পরিবেশকর্মী ও সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে চলমান এই অভিযানে ক্যাসেল ব্রিজ ত্রিমোহনা থেকে চাকলাপাড়া ব্রিজ পর্যন্ত নদীর দুই পাড় পরিষ্কার করা হবে। পাশাপাশি নদীর বুক জুড়ে জমে থাকা কচুরিপানা ও আবর্জনা অপসারণ করা হচ্ছে।
জেলা প্রশাসক বলেন, “নবগঙ্গা শুধু একটি নদী নয়, এটি ঝিনাইদহের প্রাণ। নদী বাঁচাতে সবাইকে সচেতন হতে হবে।”
আগামী ২১ জানুয়ারি পর্যন্ত অভিযান চলবে বলে জানিয়েছে আয়োজকরা। সংবাদ প্রকাশঃ ১৯-০১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com