সিটিভি নিউজ।। মনোয়ার হোসেন, কুমিল্লা: সংবাদদাতা জানান ===== ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লার চৌদ্দগ্রামে জামায়াতের তিনটি অফিস, একটি দোকান ও একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরিবহন কাজে ব্যবহৃত বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে উপজেলা জামায়াত দাবি করছে, বিএনপির কর্মীরাই পরিকল্পিতভাবে রাতের আঁধারে এ আগুন লাগিয়েছে। অপরদিকে বিএনপির একটি অফিস জামায়াত কর্মীরা ভাংচুর করেছে মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারকৃত ছবিতে ব্যানারের একাংশ খোলা ও চেয়ারগুলো এলোমেলো রাখা দেখালেও ভাংচুরের কোনো আলামত নেই তাতে। এদিকে জামায়াত কর্মী কর্তৃক বাচ্চু মিয়া নামের নিজ দলীয় এক ব্যক্তির বাড়িঘরে হামলা ও ভাংচুরের অভিযোগ করেছে স্থানীয় বিএনপি। সোমবার (১৯ জানুয়ারি) সরেজমিন পরিদর্শন করে ঘটনার সত্যতা পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে প্রাপ্ত অভিযোগে জানা গেছে, চৌদ্দগ্রামে বিএনপি ও অঙ্গ সংগঠনের কর্মীরা গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নধরনের হুমকি-ধমকি দিয়ে আসছে। এরই অংশ হিসেবে রোববার রাত ও সোমবার ভোররাতে বাতিসা ইউনিয়নের নানকরা আয়েশা ছিদ্দিকা (রা.) মহিলা মাদরাসার ছাত্রীদের বহনকারী একটি বাসে আগুন লাগিয়ে দেয় দূর্বৃত্তরা। এছাড়াও শুভপুর ইউনিয়নের গাছবাড়িয়া-তেলিপুকুর পাড়, ধনিজকরা বাজার ও কালিকাপুর ইউনিয়নের সমেশপুর মোসলেম মার্কেটে অবস্থিত জামায়াতের নির্বাচনী অফিসগুলোতে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। তাদের দেয়া আগুনে গাছবাড়িয়ায় নাছির উদ্দিনের একমাত্র উপার্জনের মুদি দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়েছে। এছাড়া একই ইউনিয়নের ধনিজকরা বাজারে অগ্নিকান্ডের ঘটনায় স্থানীয় শাহাদাত হোসেন গোলাপ নামের এক ব্যক্তির সদ্য কাজ শেষ করা একটি নতুন মার্কেটের বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। অভিযোগ রয়েছে এর আগে ধনিজকরায় বিএনপির কর্মী ফারুকের বাড়িতে হামলা করে স্থানীয় জামায়াত কর্মীরা। এনিয়ে উত্তেজনায় সোমবার দুপুরে ধনিজকরা বাজারে উভয়পক্ষের হামলায় উপজেলা বিএনপির প্রচার সম্পাদক গাজী ইসমাইল, ছাত্রদল নেতা শাহাদাত হোসেন ও জামায়াত সমর্থক তাসকিন আহত হয়েছে। পরে তাদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এদিকে বাসে আগুন দেয়ার প্রতিবাদ ও দুর্বৃত্তদের সনাক্ত করে গ্রেফতারের দাবিতে সোমবার দুপুরে মানববন্ধন করেছে নানকরা আয়েশা ছিদ্দিকা (রা.) মহিলা মাদরাসা পরিচালনা কমিটি, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা। তারা শিগগিরই দুর্বৃত্তদের গ্রেফতার করতে প্রশাসনের নিকট জোর দাবি জানান।
আগুনে ক্ষতিগ্রস্ত গাছবাড়িয়ার মুদি দোকানী মো. নাছির উদ্দিন কান্নাজড়িত কণ্ঠে বলেন, মুখোশপরা মোটরসাইকেল আরোহী তিনজন রাত ২টার দিকে জামায়াত অফিসের তালা ভেঙে পেট্রোল ঢেলে আগুন জ¦ালিয়ে দেয়। এতে জামায়াত অফিস ও পাশের আমার মুদি দোকানটি সকল মালামাল সহ পুড়ে ছাই হয়ে যায়। আগুনে আমার অন্তত ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমি সরকারের নিকট এর সুষ্ঠু বিচার দাবি করছি।
ধনিজকরায় ক্ষতিগ্রস্ত মার্কেটের মালিক শাহাদাত হোসেন গোলাপ বলেন, বিএনপির কর্মীদের আগুনে আমার মার্কেট ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন কার কাছে বিচার চাইবো। এ সময় তিনি মিডিয়ার সামনে প্রকাশ্যে বক্তব্য দিলে তার আরও ক্ষতির আশঙ্কা করেন।
কালিকাপুর ইউনিয়নের সমেশপুরের এক বাসিন্দা বলেন, দুই ছাত্রদল কর্মী জামায়াত অফিসে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। এতে পুরো অফিস ক্ষতিগ্রস্ত হয়।
অপরদিকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ধনিজকরায় তাদের নির্বাচনী অফিস ভাংচুর হয়েছে বলে প্রচার করলেও বাস্তবে তার সত্যতা পাওয়া যায়নি।
চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারি মু. বেলাল হোসাইন বলেন, নির্বাচনকে কেন্দ্র করে শান্ত চৌদ্দগ্রামকে অশান্ত করার পাঁয়তারা করছে বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এরই অংশ হিসেবে তারা একই দিন রাতের আঁধারে জামায়াতের তিনটি নির্বাচনী অফিস আগুনে জ¦ালিয়ে দিয়েছে। তাদের এ অগ্নিসন্ত্রাস থেকে রেহাই পায়নি বাতিসা ইউনিয়নের নানকরার একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের গাড়ি ও শুভপুর ইউনিয়নের গাছবাড়িয়া এলাকার জামায়াত অফিসের পাশের মুদি দোকানও। জনসমর্থন না থাকায় তারা জ¦ালাও পোড়াও করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে চাইছে। চৌদ্দগ্রামের জনতা তাদের এ হীন উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে দিবে না, ইনশাআল্লাহ।
চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহআলম রাজু বলেন, ‘রোববার রাতে জামায়াতের সশস্ত্র নেতাকর্মীরা ধনিজকরায় বিএনপির সমর্থক বাচ্চু মিয়ার বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করেছে। একই সাথে ওই বাজারে অবস্থিত আমাদের পার্টি অফিসও ভাংচুর করেছে তারা।
চৌদ্দগ্রাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. গুলজার আলম বলেন, ধনিজকরায় জামায়াত-বিএনপির সংঘর্ষের সংবাদ শুনে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জামায়াত-বিএনপির পাল্টাপাল্টি অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সংবাদ প্রকাশঃ ১৯-০১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com