বাংলাদেশ গার্ল গাইড অ্যাসোসিয়েশনের ষষ্ঠ গার্ল গাইড ক্যাম্প অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী :নওগা জেলা সংবাদদাতা জানান ====
নওগাঁর মহাদেবপুরে বাংলাদেশ গার্ল গাইড অ্যাসোসিয়েশনের ষষ্ঠ গার্ল গাইড ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৭জানুয়ারি) সকাল সাড়ে দশটায় জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয়
প্রাঙ্গনে এ ক্যাম্প শুরু হয়। দিন ব্যাপি এ অনুষ্ঠানে উপজেলার ৩৮টি মাধ্যমিক বিদ্যালয় ও ৮টি দাখিল মাদরাসার দেড়শ শতাধিক ছাত্রী অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্প উদ্বোধন ও বক্তব্য রাখেন ইউএনও মো.আরিফুজ্জামান। বাংলাদেশ গার্ল গাইড অ্যাসোসিয়েশনের স্থানীয় কমিশনার সেলিনা বানুর সভাপতিত্বে একাডেমিক সুপারভাইজার মো. ফরিদুল ইসলামের সঞ্চালনায়
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গার্ল গাইড অ্যাসোসিয়েশন রাজশাহী অঞ্চলের কমিশনার সিরাজুম মুনিরা, নওগাঁ জেলা কমিশনার নিলিমা আকতার প্রমুখ। এ সময় বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, গাইড শিক্ষক ও গার্ল গাইডরা উপস্থিত ছিলেন। সংবাদ প্রকাশঃ ১৮-০১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন