ব্রাহ্মণপাড়ায় গরম পানিতে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

সিটিভি নিউজ।। মোঃ অপু খান চৌধুরী।।সংবাদদাতা —– কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গরম পানিতে পড়ে ওয়াছানাত আক্তার (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তার মৃত্যু হয়।

নিহত ওয়াছানাত আক্তার ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের পূর্বপাড়া এলাকার আল আমিনের কন্যা। পারিবারিক সূত্রে জানা যায়, আল আমিন পাঁচ মাস আগে পরিবারসহ ঢাকায় বসবাস শুরু করেন। ঘটনার দিন বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে গোসলের জন্য শিশুটির মা পানি গরম করেন। অসাবধানতাবশত খেলার ছলে ফুটন্ত গরম পানির পাত্রে পড়ে যায় শিশু ওয়াছানাত। এতে তার শরীরের বড় একটি অংশ মারাত্মকভাবে দগ্ধ হয়। শিশুটির চিৎকারে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রেফার করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা জানান, শিশুটির শরীরের প্রায় ৭০ শতাংশ অংশ গরম পানিতে পুড়ে গিয়েছিল। তার অবস্থা ছিল আশঙ্কাজনক। একদিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার সকালে সে মারা যায়। শিশুটির অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। সংবাদ প্রকাশঃ ১৭-০১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন