দেবীদ্বারে খামারীর বাড়িতে দূর্ধর্ষ ডাকাতি; সর্বস্ব লুট

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/=========
কুমিল্লার দেবীদ্বার উপজেলার নবিয়াবাদে শফিকুল ইসলাম নামে এক কৃষক ও হাঁস- মুরগের খামারীর ঘরে গভীররাতে দূর্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনায় দেবিদ্বার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাত (শুক্রবার ১৬ জানুয়ারী) রাত ২:৩০ মিনিটের সময় নবিয়াবাদ আলমের বাড়িতে।

অভিযোগের ভিত্তি ও সফিকুল ইসলাম’র সাথে কথা বলে জানা যায়, ভুক্তভোগী একজন কৃষক ও নিজ বাড়িতে হাসঁ মুরগীর খামারের ব্যবসা করেন। সাম্প্রতিক সময়ে নিজ খামারের লক্ষাধিক টাকার হাঁস মুরগী বিক্রি করেন তিনি। সেই টাকার লোভে অজ্ঞাত ডাকাতরা গত রাত আনুমানিক ২ টার সময় তাহার ঘরের কেঁচিগেইট ভেঙ্গে ঘরে ঢুকে পরে। হঠাৎ বিকট আওয়াজ পেয়ে ঘুম থেকে ওঠেই দেখেন ১০-১৫ জনের একটি ডাকাত দল তাদের ঘরে ঢুকে পরে। ডাকাতরা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তাদের হাত পা বেঁধে ফেলে। এসময় শফিকুল ইসলাম, তাহার স্ত্রী কাজল বেগম, ছেলে শরিফুল ইসলাম ও তাহার স্ত্রী শাহীনুর আক্তার এবং তাহার দুই নাতি ঘরে ছিলেন।

ডাকাতরা দীর্ঘ এক ঘন্টা সময়ে ঘরের আসবাবপত্র ভাংচুর করে নগদ ২ লাখ ২০ হাজার টাকা, দুটি স্মার্ট ফোন, ঘরের সাথে থাকা দোকানের নগদ অর্থসহ ঘরের ভিতরের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায়। এতে তার ৩ লক্ষাধিক টাকার উপরে ক্ষয়ক্ষতির কথা জানান তিনি।

এ বিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মনিরুজ্জামান জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমরা তদন্ত করছি। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। সংবাদ প্রকাশঃ ১৬-০১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন