চৌদ্দগ্রামে “ভার্ড কামাল ডিপ্লোমা নার্সিং ইনস্টিটিউট” প্রতিষ্ঠা হলে দূর হবে বেকারত্ব

সিটিভি নিউজ।। মনোয়ার হোসেন: সংবাদদাতা জানান =====
“দৃষ্টি সবার অধিকার”, এ মূলমন্ত্রকে সামনে রেখে কুমিল্লা চৌদ্দগ্রামের কনকাপৈত ইউনিয়নের পন্নারা গ্রামে প্রতিষ্ঠিত বিনামূল্যে ৩৫ হাজার চক্ষুরোগির ছানি অপারেশনের মাইলফলক অর্জন করেছে ভার্ড কামাল চক্ষু হাসপাতাল, তারই ধারাবাহিকতায় বেকরত্ব দূর করার লক্ষ্যে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে ভার্ড কামাল ডিপ্লোমা নার্সিং ইনস্টিটিউট।

জানা গেছে, বিগত ২০১৪ সালে ২০ শয্যা বিশিষ্ট বেসরকারি চ্যারিটি প্রতিষ্ঠান ‘ভার্ড কামাল চক্ষু হাসপাতাল’ এর কার্যক্রম শুরু হয়। ‘ভার্ড কামাল চক্ষু হাসপাতাল এর প্রতিষ্ঠালগ্ন থেকেই চট্টগ্রাম বিভাগের কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলার দরিদ্র ও চোখের স্বাস্থ্য সেবা সুবিধা বঞ্চিত জনগোষ্ঠিকে অত্যাধুনিক ও উন্নতমানের যন্ত্রপাতির মাধ্যমে প্রশিক্ষণ প্রাপ্ত চক্ষু বিশেষজ্ঞ ও ডাক্তার এর মাধ্যমে উন্নত পদ্ধতিতে চোখের সেলাইবিহীন ছানি অপারেশন সহ চোখের অন্যান্য অপারেশন এবং যাবতীয় চক্ষু চিকিৎসা সেবা প্রদান করে আসছে। প্রতিষ্ঠানটি দেশী ও বিদেশী দাতা সংস্থাসমূহ ও ব্যক্তিগত আর্থিক সহায়তায় প্রত্যন্ত অঞ্চলে আই ক্যাম্প আয়োজন করে দরিদ্র ছানি রোগী বাছাই করে প্রতি বৎসর প্রায় ৩০০০ জন দরিদ্র রোগীদের বিনামূল্যে চোখের ছানি অপারেশন করছে। তাছাড়া আর্থিকভাবে সামর্থ্যবান রোগীদেরকে স্বল্পমূল্যে ফ্যাকো অপারেশন, নেত্রনালী অপারেশন, টেরিজিয়াম অপারেশন ইত্যাদি অপারেশন এবং প্রয়োজনীয় চক্ষু চিকিৎসা সেবা প্রদান করছে।

কুমিল্লা ও পার্শ্ববর্তী সকল জেলার শিক্ষিত ও বেকার ছেলে মেয়েদের দক্ষ জনশক্তিতে পরিণত করা এবং তাদের কর্মসংস্হান সৃষ্টির লক্ষ্যে ভার্ড কামাল চক্ষু হাসপাতালের সামনে চলিত বছরে অকৃষি ৩১ শতক ভূমিতে একটি “ভার্ড কামাল ডিপ্লোমা নার্সিং ইনস্টিটিউট” প্রতিষ্ঠা করার পরিকল্পনা গ্রহন করা হয়েছে। প্রতিষ্ঠা কল্পে জায়গাটির উন্নয়ন কাজ চলমান রয়েছে। এই প্রতিষ্ঠানটি চালু হলে ঐ এলাকার স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তন আসবে মনে করে এলাকার জনসাধারণ।

এ বিষয়ে , ভার্ড কামাল চক্ষু হাসপাতালের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এমরানুল হক কামাল (ভার্ড কামাল) বলেন, সেবার মানসিকতায় প্রতিষ্ঠিত ভার্ড কামাল চক্ষু হাসপাতালের রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস ও অনন্য সকল অর্জন। অনন্য এ অর্জনের স্বপ্নসারথী হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। গরীব-অসহায় চক্ষুরোগির পাশাপাশি সাধারণ রোগিদের মানসম্মত সেবাপ্রদানেও প্রতিনিয়ত হাসপাতালটি ব্যাপক ভূমিকা পালন করছে। এলাকার শিক্ষিত ও বেকার ছেলে মেয়েদের দক্ষ জনশক্তিতে পরিণত করা এবং তাদের কর্মসংস্হান সৃষ্টি করাই আমাদের লক্ষ্য। দীর্ঘ ১১ বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে “ভার্ড কামাল ডিপ্লোমা নার্সিং ইনস্টিটিউট” প্রতিষ্ঠিত হলে সাধারণ মানুষকে সেবা প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানটির পথচলা আরো সমৃদ্ধ হবে এ প্রত্যাশায় সকলের দোয়া কামনা করছি’।
সংবাদ প্রকাশঃ ১৪-০১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন