কুমিল্লা জেলায় ‘সফল’ প্রকল্পের অবহিতকরণ সভা: অভিবাসী পরিবারের আর্থিক সুরক্ষায় নতুন অঙ্গীকার

সিটিভি নিউজ।। কুমিল্লা, ১৪ জানুয়ারি ২০২৬: কুমিল্লায় প্রত্যাগত অভিবাসী এবং তাদের পরিবারের স্থায়ী জীবিকায়ন ও আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার লক্ষ্যে ‘সফল’ (SHAFAL) প্রকল্পের জেলা পর্যায়ের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে । আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সাইফুল ইসলাম
সুইজারল্যান্ডের সহযোগিতায় এবং জাতিসংঘের ক্যাপিটাল ডেভেলপমেন্ট ফান্ড (UNCDF)-এর কারিগরি সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন করছে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (RMMRU) ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো: সাইফুল ইসলাম জেলা এবং অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) সুলতানা রাজিয়া ।
সভাপতির বক্তব্যে মো: সাইফুল ইসলাম বলেন, “অভিবাসীরা আমাদের অর্থনীতির প্রাণশক্তি। ‘সফল’ প্রকল্পের মাধ্যমে তাদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করা হলে তা কুমিল্লার সামগ্রিক উন্নয়নে মাইলফলক হয়ে থাকবে, সফল প্রকল্পের সফলতার জন্য সকলের সহযোগিতা কামনা করেন “।
UNCDF-এর ন্যাশনাল প্রোজেক্ট অ্যানালিস্ট মো. শরিফুল ইসলাম চৌধুরী প্রকল্পের বৈশ্বিক ও কারিগরি প্রেক্ষাপট তুলে ধরেন। RMMRU-এর প্রজেক্ট ম্যানেজার আফজাল হোসেন ও জেলা সমন্বয়কারী শাহাদাত হোসেন জানান, প্রকল্পের আওতায় প্রত্যাগত অভিবাসীদের প্রোফাইলিং, ডিজিটাল ফিন্যান্সিয়াল লিটারেসি (DFL) ও উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হবে । উন্মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণকারীরা জেলা পর্যায়ে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় ও টেকসই রেফারাল ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে DEMO, TTC, WEWB, প্রবাসী কল্যাণ ব্যাংক, বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, সরকারি দপ্তর, এনজিও, আন্তর্জাতিক সংস্থা ও গণমাধ্যম প্রতিনিধিসহ মোট ৫৪ জন অংশীজন অংশগ্রহণ ও মতামত, এবং SDC এবং UNCDF এর সহযোগিতায় সফল প্রকল্পে সহযোগিতার মতামত ব্যাক্ত করেন।
উন্মুক্ত আলোচনা পর্বে জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি দপ্তরের প্রতিনিধি (DEMO, TTC, WEWB), প্রবাসী কল্যাণ ব্যাংক ও অন্যান্য বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন । তারা জেলা পর্যায়ে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় ও টেকসই রেফারাল ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন। সংবাদ প্রকাশঃ ১৪-০১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=