বুড়িচংয়ে সিএনজি ও মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত,গুরুতর আহত ২

সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন।। সংবাদদাতা জানান ====
কুমিল্লার বুড়িচং উপজেলার দক্ষিণগ্রাম এলাকায় সড়কে সিএনজি ও মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত এবং গুরুতর আহত হয়েছে ২ জন।
(১৪ জানুয়ারি) বুধবার সাড়ে ৮টার দিকে কুমিল্লা- সালদা সড়কের দক্ষিণ গ্রাম এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,কুমিল্লা-সালদা সড়কে দিয়ে একটি সিএনজি শংকুচাইল থেকে ছেড়ে কুমিল্লা দিকে যাওয়া পথে দক্ষিণগ্রাম এলাকায় পৌঁছলে একটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে সিএনজি চালক মারা যায় ও মোটরসাইকেলের চালকসহ দুইজন গুরুতর আহত হয়।তারা কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নিহত চালকের নাম মো.আনোয়ার হোসেন উরফে কালা মিয়া (৪৫)। সে কুমিল্লা সদরের আমড়তলী উত্তরপাড়া মৃত. জাহের মিয়ার ছেলে।ঘটনাস্থলে বুড়িচং থানার এসআই জয়নুল ও সঙ্গীয় ফোর্স মরদেহ ও সিএনজি,মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয় সিএনজি চালক মোজাম্মেল জানায়, এই সড়কে প্রতিদিন একটি না একটি দুর্ঘটনা হয়ে থাকে শুধু বেপরোয়া মোটরসাইকেলের চালকদের কারণে। সিএনজি চালক কালা মিয়া একজন ভালো লোক ছিলেন।
নিহত চালকের বোন জামাই রফিকুল ইসলাম জানায়, কালা মিয়া একজন দরিদ্র লোক ছিলেন এবং তার উপার্জনে পরিবার চলত।
এ বিষয়টি নিশ্চিত করে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লউৎফুর রহমান জানায়,দক্ষিণগ্রামে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত হয়েছে,লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সংবাদ প্রকাশঃ ১৪-০১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=