নাঙ্গলকোটে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে মোবাশ্বের ভূঁইয়া অনুসারী নেতাকর্মীদের একাত্মতা প্রকাশ

সিটিভি নিউজ।। মজিবুর রহমান মোল্লা রিপোর্টার, নাঙ্গলকোট==============
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীর বিজয় নিশ্চিত করার লক্ষ্যে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট- লালমাই) আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুল গফুর ভূইয়ার প্রতি একাত্মতা প্রকাশ করেছেন মোবাশ্বের আলম ভূঁইয়ার অনুসারী নাঙ্গলকোট পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
নাঙ্গলকোট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন মুকুলের উদ্যোগে আয়োজিত সভায় মোবাশ্বের আলম ভূঁইয়ার অনুসারী নেতাকর্মীরা ফুল দিয়ে আলহাজ্ব আব্দুল গফুর ভূইয়াকে শুভেচ্ছা জানান এবং ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যাক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি সাবেক সভাপতি নজির আহম্মেদ ভূঁইয়া, উপজেলা বিএনপি সভাপতি আলী আক্কাছ চেয়ারম্যান, পৌরসভা বিএনপি সাবেক আহবায়ক আনোয়ার হোসেন মুকুল, পৌরসভা বিএনপি সভাপতি আনোয়ার হোসেন নয়ন, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক কলিমুল্লাহ চেয়ারম্যান, উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি মাজহারুল ইসলাম ছুফু চেয়ারম্যান,উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, উপজেলা যুবদল নেতা সেলিম জাহাঙ্গীর মন্টু, উপজেলা স্বেচ্ছাসেবকদল যুগ্ম আহবায়ক মোঃ ইউছুপ, মফিজুর রহমান প্রমুখ।
একাত্মতা পোষণকারী নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, নাঙ্গলকোট পৌরসভা যুবদল সাবেক সভাপতি মাহবুল আলম সিজার, সাবেক সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন, নাঙ্গলকোট পৌরসভা যুবদল সাবেক সদস্য সচিব আব্দুল কাদের জিলানী, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল যুগ্ম আহ্বায়ক মো. আহছান উল্ল্যাহ, নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি ডিগ্রী কলেজ ছাত্রদল সাবেক সভাপতি মো. কামরুল ইসলাম, নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি ডিগ্রী কলেজ ছাত্রদল সাবেক সভাপতি খলিলুর রহমান সোহাগ, নাঙ্গলকোট পৌরসভা স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহ্বায়ক মো. হারুন, মো. সোহেল, মো. সালাহ উদ্দিন, নাঙ্গলকোট উপজেলা ছাত্রদল সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. কবির হোসেনসহ নাঙ্গলকোট পৌরসভা শ্রমিক দলের বিভিন্ন নেতৃবৃন্দ।
সভার প্রধান অতিথি আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া বলেন, নির্বাচন আসলে অনেকেই মনোনয়ন চায়। দল আমাকে মনোনয়ন দিয়াছে তাই দলের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করাই হবে আমাদের উদ্যেশ্য। ইনশাল্লাহ বিজয়ী হলে আমি ইনসাফের ভিত্তিতে দলীয় কার্যক্রম পরিচালিত হবে। আপনারাই নেতা নির্বাচিত করবেন।
আবদুল গফুর ভূঁইয়া আরো বলেন, ইজ্জত-সম্মান আমাদেরকে কর্মের মাধ্যমে অর্জন করতে হবে। আমি কাউকে নেতা বানাতে পারবো না। নেতা বানাবে ওয়ার্ড থেকে ইউনিয়ন পর্যায়ের কর্মীরা। মাঠ পর্যায়ে ৫টি জরিপের মাধ্যমে দল আমাকে নমিমেশান দিয়েছে। আমি নির্বাচন করছি। মানুষের সেবার জন্য। আমাদেরকে কর্মের মাধ্যমে মানুষকে সেবা দিতে হবে। আমি নিজে অসৎ হবো না। কাউকে অসৎ কাজ করতে দেব না। আমি সঠিক কাজটি করবো। আমার নির্বাচনী এলাকায় মদ, জুয়া, চাঁদাবাজি এবং কোন ধরণের সিন্ডিকেট থাকবে না। নেতা-কর্মীদের প্রতি আমার উপদেশ থাকবে। আপনারা কেউ অহংকার-অহমিকা করবেন না। এবং নিজেকে কেউ বড় মনে করবেন না। আমার ব্যবহারে কেউ কোন কষ্ট পেয়ে থাকলে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে সকলের প্রতি আহবান জানান। সংবাদ প্রকাশঃ ১৩-০১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=