সিটিভি নিউজ।। মানিক ঘোষ,নিজস্ব প্রতিনিধি=============
ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের চারটি ইউনিয়ন) আসনকে জাতীয়তাবাদের উর্বর ভ‚মি উল্লেখ করে বিএনপির মনোনীত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, এই আসনে ধানের শীষের বিজয় অবশ্যম্ভাবী। ষড়যন্ত্র ও চক্রান্ত করে বিএনপির এই বিজয় কোনোভাবেই আটকানো যাবে না।মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ফয়লা রোডে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও এই আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের উদ্দেশে রাশেদ খান বলেন,তারেক রহমানের সিদ্ধান্তেই আমাকে ঝিনাইদহ-৪ আসনে পাঠানো হয়েছে। আমি নিজে থেকে এখানে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিইনি। সুতরাং এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা মানে সরাসরি তারেক রহমানকে চ্যালেঞ্জ করা, যা আপনাকেই ক্ষতিগ্রস্ত করবে।তিনি আরও বলেন,আমি চাই না সামান্য ভুলের কারণে আমাদের কোনো ভাইয়ের রাজনৈতিক ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হোক কিংবা কারও বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হোক। আমার কারও প্রতি রাগ, ক্ষোভ বা অভিমান নেই। সবাইকে নিয়ে মিলেমিশে কাজ করতে চাই।দলীয় প্রতীকের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন,আপনারা ব্যক্তিকে গুরুত্ব দেবেন নাকি দল ও প্রতীককে গুরুত্ব দেবেনÑএটা ভাবতে হবে। আপনাদের ভোটে, আমাদের ভোটে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। স্বতন্ত্রভাবে নির্বাচন করে বিএনপির উপকার করার কোনো সুযোগ নেই, বরং এতে দলের ক্ষতিই হবে।তিনি শুধুমাত্র ঝিনাইদহ-৪ নয়, সারা দেশে যেসব স্বতন্ত্র প্রার্থী রয়েছেন, তাদের উদ্দেশে আহŸান জানিয়ে বলেন,এমন কোনো কর্মযজ্ঞ করবেন না যাতে বিএনপির ক্ষতি হয়। দলের বৃহত্তর স্বার্থেই সবাইকে এক হয়ে কাজ করতে হবে।”সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাশেদ খান কোটা সংস্কার আন্দোলনে নিজের ভ‚মিকা ও কারাবরণের কথা তুলে ধরে বলেন,কোটা সংস্কার আন্দোলন পরবর্তীতে রাষ্ট্র সংস্কার আন্দোলনে রূপ নেয়। সেই আন্দোলনের মাধ্যমেই ফ্যাসিবাদ ও জুলুমবাজদের পতন ঘটেছে, আর বিজয় অর্জন করেছে জনগণ।মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহŸায়ক হামিদুল ইসলাম হামিদ, সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনি, সাবেক পৌর বিএনপি নেতা শামসুল ইসলাম, সাবেক ছাত্রনেতা লুৎফর রহমান লেন্টুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সংবাদ প্রকাশঃ ১৩-০১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com