চৌদ্দগ্রামে বাস-ট্রাক সংঘর্ষে বাসের সুপারভাইজর নিহত, আহত ৫

সিটিভি নিউজ।। মনোয়ার হোসেন,সংবাদদাতা কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রামে বাস-ট্রাক সংঘর্ষে মো. নাহিদ (৪৬) নামে শ্যামলী পরিবহনের যাত্রীবাহী স্লীপার কোর্সের সুপারভাইজর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে বাসের আরও ৫ যাত্রী। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার কালিকাপুর ইউনিয়নের নোয়াবাজার নামক স্থানে। নিহত নাহিদ লালমনিরহাট জেলার পাটগ্রাম থানার শ্রীরামপুর গ্রামের খতিবুর রহমানের ছেলে। বিকালে তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) চন্দন কান্তি সাহা।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরবেলায় উপজেলার কালিকাপুর ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নোয়াবাজার নামক স্থানে ঢাকাগামী শ্যামলী পরিবহনের যাত্রীবাহী স্লীপার বাস (ঢাকা মেট্রো ভ-১৪-৮৯৩৯) চলন্ত অবস্থায় সামনে থাকা গ্যাস সিলিন্ডার বোঝাইকৃত ট্রাক (ঢাকা মেট্রো ঠ-১৫-২১৩৯) এর পিছনে সজোরে ধাক্কা দিলে শ্যামলী স্লীপার বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে যাত্রীবাহী বাসের সুপারভাইজার মো. নাহিদ সহ বাসের আরও পাঁচ যাত্রী গুরুতর আহত হয়। সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের একটি ইউনিট ও মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত বাস সুপারভাইজর নাহিদ সহ অপরাপর আহত বাস যাত্রীদেরকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধিন অবস্থায় বাস সুপারভাইজর নাহিদের মৃত্যু হয়। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) চন্দন কান্তি সাহা জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে মহাসড়কের নোয়াবাজার এলাকা থেকে বাস সুপারভাইজর সহ আরও ৫ জন আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হাসপাতালে নেওয়ার পর বাস সুপারভাইজর নাহিদের মৃত্যু হয়। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। সহাসড়কের যান চলাচল স্বাভাবিক রয়েছে। পরে নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরিচয় সনাক্তের পর নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। স্বজনরা এলে আইনী প্রক্রিয়া শেষে তাদের কাছে লাশ হস্তান্তর করা হবে। সংবাদ প্রকাশঃ ১৩-০১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=