সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান কক্সবাজার প্রতিনিধি ==============
কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ২ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা।

গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১১ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা ৬টার দিকে কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিনের একটি দল দ্বীপের পশ্চিমপাড়া সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সন্দেহজনকভাবে অবস্থানরত ব্যক্তিদের তল্লাশি চালিয়ে ২ কেজি গাঁজা, নগদ ১ হাজার ৬০০ টাকা এবং সংশ্লিষ্ট আলামতসহ দুইজন মাদক কারবারিকে আটক করা হয়।

কোস্ট গার্ড জানায়, আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদকের ভয়াল থাবা থেকে সমাজ ও তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। সংবাদ প্রকাশঃ ১২-০১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন