মনোহরগঞ্জে সাংবাদিকদের সঙ্গে বিএনপির মিডিয়া সেলের ম্যানেজারের মতবিনিময় সভা

সিটিভি নিউজ।। আবদুর রহিম মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি জানান =====
মনোহরগঞ্জ উপজেলার কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন কুমিল্লা-৯ (মনোহরগঞ্জ – লাকসাম) আসনের বিএনপির প্রার্থীর মিডিয়া সেলের ম্যানেজার ও নেতৃবৃন্দ।গতকাল মনোহরগঞ্জ বাজারে বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মিডিয়া সেলের প্রধান বেলালুর রহমান মজুমদার বলেন, বিএনপি গণমানুষের দল, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে দলটি প্রতিশ্রুতিবদ্ধ। কুমিল্লা-৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. আবুল কালাম মনোহরগঞ্জ – লাকসাম দুই উপজেলার মানুষের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন। এ ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন। সাংবাদিক নেতারা মিডিয়া সেল নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে বলেন, গণমাধ্যম সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে জনগণের কথা তুলে ধরে। রাজনৈতিক দল, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সমন্বিত প্রচেষ্টায় মনোহরগঞ্জকে একটি মডেল উপজেলায় রূপান্তর করা সম্ভব। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, দপ্তর সম্পাদক জিএম আহসান উল্লাহ, মিডিয়া সেলের সহকারী পরিচালক শহিদ উল্লাহ, সোহেলসহ মনোহরগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ । সংবাদ প্রকাশঃ ১২-০১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=