নওগাঁয় উদ্ধারকৃত ৪৬টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর

সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী : নওগাঁ সংবাদদাতা জানান ==== সোমবার(১২ জানুয়ারি) নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠানিক ভাবে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম কর্তৃক বিভিন্ন সময়ে উদ্ধারকৃত মোট ৪৬টি হারানো মোবাইল ফোন যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে।
এ সময় পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নওগাঁ জেলা পুলিশ সর্বদা তৎপর ও সতর্ক রয়েছে। তিনি আরও বলেন, নওগাঁ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ব্যাপারে জেলা পুলিশ বদ্ধপরিকর এবং জনগণের জান-মাল রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
উক্ত অনুষ্ঠানে নওগাঁ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে ভুক্তভোগী মালিকগণ নওগাঁ জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেন। সংবাদ প্রকাশঃ ১২-০১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=