চৌদ্দগ্রামে কাজী এনাম ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

সিটিভি নিউজ।। মনোয়ার হোসেন,সংবাদদাতা কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রামে কাজী এনাম ফাউন্ডেশন (ইউএসএ) মেধা বৃত্তি পরীক্ষা-২০২৫ এর ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) চৌদ্দগ্রাম আইডিয়াল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ‘কাজী এনাম ফাউন্ডেশন (ইউএসএ) এর চেয়ারম্যান কাজী মো. এনামুল হক। ফলাফর ঘোষণা ও আলোচনা সভা শেষে এবারের বৃত্তিপ্রাপ্ত সর্বমোট ১০১ জন মেধাবী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন তিনি।
আইডিয়াল ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ টিপু সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাঙ্গলকোট উপজেলা প্রাথমিক শিক্ষা কমকর্তা আবদুল মান্নান, চৌদ্দগ্রাম আইডিয়াল স্কুলের ব্যবস্থাপনা পরিচালক মো. কামাল উদ্দিন পাটোয়ারী, আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আবদুল লতিফ বিএসসি, আমেরিকা প্রবাসী মো. শাহীন, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সহ-সভাপতি মো.এমদাদ উল্যাহ, সাধারণ সম্পাদক মো. বেলাল হোসাইন, আইডিয়াল স্কুলের পরিচালক গাজী শহিদুল ইসলাম, আবদুল মমিন, কাজী জহিরুল ইসলাম, আবদুল্লাহ আল মামুন মিশু প্রমুখ।
এর আগে গত ২৬ ডিসেম্বর শুক্রবার চৌদ্দগ্রাম পৌর এলাকা সহ আশেপাশের মোট ৩১টি স্কুলের মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহণে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি নৈতিকতা, মানবিকতা ও সামাজিক মূল্যবোধ চর্চার লক্ষ্যে ফাউন্ডেশনের পক্ষ থেকে এ উদ্যোগ গ্রহণ করা হয়।
উল্লেখ্য, অনুষ্ঠানে ৩য় থেকে ৫ম শ্রেণি পর্যন্ত মেধাক্রম ও গ্রেডভিত্তিক উত্তীর্ণ ১০১ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। তারমধ্যে ট্যালেন্টফুলে ৩৪ জন ও সাধারণ গ্রেডে ৬৭ জন শিক্ষার্থী বৃত্তি পায়। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত সকল কৃতি শিক্ষার্থীকে সনদ, সম্মাননা স্মারক ও প্রাইজমানি তুলে দেন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ। এছাড়া পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে সৌজন্য পুরস্কার স্বরূপ প্রাইজমানি প্রদান করা হয়। অনুষ্ঠান বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করে চৌদ্দগ্রাম আইডিয়াল স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ। সংবাদ প্রকাশঃ ১২-০১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=