ব্রাহ্মণপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ দোকান পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি ৮০ লাখ টাকা

সিটিভি নিউজ।। মোঃ অপু খান চৌধুরী।। সংবাদদাতা জানান ====
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে সম্পূর্ণ ভষ্মীভূত হয়েছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গতকাল রবিবার (১১ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সিদলাই বাজারে (৬নং ওয়ার্ড) এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ব্যবসায়ীরা কেনাবেচা শেষে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। ১০ জানুয়ারি দিবাগত রাতের কোনো এক সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। গভীর রাতে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন।প্রায় দুই ঘণ্টার চেষ্টায় এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে সাতটি দোকানের সব মালামাল, নগদ টাকা ও মূল্যবান সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা হলেন, দুলাল মিয়া, ফোরকান ফরিদ, সোহেল মাসুদ, সারোয়ারুল হক, রুহুল আমিন, আবু তাহের ও লিটন মিয়া।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় কোনো মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি। আগুন নিয়ন্ত্রণে আসার পর পার্শ্ববর্তী বুড়িচং ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
ব্রাহ্মণপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কামাল উদ্দিন বলেন, সিদলাই বাজারে অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হয়েছে। সরকারিভাবে প্রাথমিক সহযোগিতা প্রদান করা হবে।
শিদলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাওল আকবর বলেন, আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমি ঘটনাস্থলে উপস্থিত হই। এলাকাবাসীর সহযোগিতায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। সাতটি দোকানে আনুমানিক ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা নিঃস্ব হয়ে পড়েছেন। সংবাদ প্রকাশঃ ১১-০১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন