কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন সীমানারপাড় দরবার শরীফ মাঠে অনুষ্ঠিত হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাজেদের পুরস্কার তুলে দিচ্ছেন, ব্যবসায়ী ও সমাজ সেবক কাজী জুন্নুন বসরী
সিটিভি নিউজ।। বিল্লাল হোসেন, মুরাদনগর (কুমিল্লা) থেকে ঃ ========
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন সীমানারপাড় দরবার শরীফ মাঠে উৎসবমুখর পরিবেশে হিফজুল কোরআন প্রতিযোগিতা শনিবার সম্পন্ন হয়েছে। ‘মরহুম হাজী রুহুল আমিন ও হাজী মোমেনা বেগম ফাউন্ডেশন’-এর উদ্যোগে এই আয়োজন করা হয়। একই সাথে মরহুম পীর মাওলানা আবদুল মজিদ ও মরহুম পীরজাদা মাওলানা রুহুল আমিনের উফাত উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে এবং পল্লী চিকিৎসক জাকির হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ব্যবসায়ী ও সমাজসেবক কাজী জুন্নুন বসরী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির আহŸায়ক মহিউদ্দিন অঞ্জন, নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলিউল্লাহ আতিকুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহŸায়ক কামাল উদ্দিন ভ‚ঁইয়া।
প্রতিযোগিতার সমাপ্তিতে দুই ক্যাটাগরিতে সেরা ৬ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়া মেধার স্বীকৃতিস্বরূপ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বাকি সকল শিক্ষার্থীকেও ফাউন্ডেশনের পক্ষ থেকে সান্ত¡না পুরস্কার প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে কাজী জুন্নুন বসরী কোরআনের হাফেজদের দেশ ও জাতির সম্পদ হিসেবে অভিহিত করেন এবং ধর্মীয় শিক্ষার প্রসারে এমন আয়োজন কোমলমতি শিক্ষার্থীদের আরও অনুপ্রাণিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সংবাদ প্রকাশঃ ১১-০১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com