সিটিভি নিউজ, এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় রামদা নিয়ে প্রকাশ্যে ঘোরাঘুরি প্রতিবাদ করায় গভীর রাতে ঘুমন্ত পরিবারের ঘরে শক্তিশালী বোমা নিক্ষেপ করেছে সন্ত্রাসীরা। এ সময় বোমা বিস্ফোরণে কেউ হতাহত না হলেও থাই গ্লাসের জানালা ভেঙ্গে ঘরের আসবাবপত্র ছিন্নভিন্ন হয়ে যায়।
শনিবার (১০ জানুয়ারি) রাত দেড়টায় ফতুল্লার চিতাশাল মুসলিমপাড়া এলাকায় হানিফ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মুসলিমপাড়া এলাকার ইটালির বাড়ির ভাড়াটিয়া মিজানের দুই ছেলে নাইম (৩৫) ও রোমান (৩০) দলবল নিয়ে মাদক ব্যবসা করেন। আর মাদক ব্যবসায় কেউ যাতে বাধা না দেয় এজন্য সন্ধ্যার পর প্রকাশ্যেই দেশীয় অস্ত্র রামদা নিয়ে ঘুরে বেড়ায় নাইম।
শনিবার সন্ধ্যার পর হানিফ মিয়ার বাড়ি কাছে চায়ের দোকানে দাড়িয়ে এক হাতে রামদা নিয়ে আরেক হাতে চা খাচ্ছিলেন মাদক ব্যবসায়ী নাইম। এ সময় হানিফ মিয়ার ছেলে গার্মেন্ট শ্রমিক সেলিম সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ করেন। এতে সেলিমকে রামদা নিয়ে কোপানোর চেষ্টা করেন। তখন সেলিমের বাবা হানিফ মিয়া রামদা ধরে ফেলেন। এ সময় নাইম ও তার ভাই রোমান দলবল নিয়ে হানিফ মিয়াকে ডান হাতে ছুরিকাঘাত করে হত্যার হুমকি দিয়ে চলে যায়। এরপর রাত দেড়টায় হানিফ মিয়ার ছেলে সেলিমের ঘরে ককটেল নিক্ষেপ করে নাইম। এতে বোমাটি বিস্ফোরিত হয়ে থাই গ্লাস ভেঙ্গে চুর্ণ হয়ে ঘরের ভিতরে প্রবেশ করে আসবাবপত্র ভেঙ্গে ছিন্নভিন্ন হয়ে যায়। তখন ওই ঘরে লেপ গায়ে দিয়ে মাথা ঢেকে ঘুমিয়ে ছিলেন সেলিম তার স্ত্রী ও তাদের শিশু কন্যা।
সেলিম মিয়া জানান, বিকট শব্দে ঘুম ভেঙ্গে দেখি আমাদের লেপের ওপর খাটে ও মেঝেতে জানালার থাই গ্লাস ভেঙ্গে চুর্ণ হয়ে পড়ে আছে। তখন পরিবারের সকলে ঘুম থেকে উঠে ভয়ে ডাক চিৎকার করলে আশপাশের বাড়ির লোক এগিয়ে আসলে নাইম উচ্চ স্বরে হত্যার হুমকি দিয়ে চলে যায়। এরপর ঘর থেকে বের হয়ে দেখি সন্ত্রাসীরা ঘরের জানালায় ও সিড়ির জানালায় দুটি বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। তাদের বোমায় কাচের মারবেল ছিল। সেই মারবেলের আঘাতে ঘরের দরজা একাধিক ছিদ্র হয়েছে। আমাদের গায়ে মোটা লেপ থাকায় শক্তিশালী বোমার বিস্ফোরণ থেকে পরিবারের সবাই অক্ষত রয়েছি।
ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মান্নান জানান, খবর পেয়ে পুলিশের একাধিক টিম নিয়ে ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরিত বোমার আলামত জব্দ করা হয়েছে। একই সঙ্গে সন্ত্রাসীর বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘরে তালা দিয়ে সন্ত্রাসীরা পরিবারের সবাইকে নিয়ে পালিয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সংবাদ প্রকাশঃ ১১-০১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com