ঢাকাস্থ বরুড়া ছাত্র কল্যাণ সমিতির বার্ষিক নির্বাচন ও সাবেক ও বর্তমানদের পুনর্মিলনী

সিটিভি নিউজ।। মোহাম্মদ মাসুদ মজুমদার: সংবাদদাতা জানান ====
আজ ১০ জানুয়ারি, ২০২৬ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস অডিটোরিয়ামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ঢাকাস্থ বরুড়া ছাত্রকল্যাণ সমিতি’র বার্ষিক নির্বাচন ও সাবেক- বর্তমানদের পুনর্মিলনী অনুষ্ঠান-২০২৬।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরুড়া ফাউন্ডেশন এর সভাপতি, ঢাকাস্থ বরুড়া ছাত্রকল্যান সমিতির পৃষ্ঠপোষক মোহাম্মদ তোফাজ্জল আলী। নির্বাচনে পর্যবেক্ষেক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সিনিয়র সহ-সভাপতি জিএম মোর্শেদ, সাবেক সাধারণ সম্পাদক
শরীফুল ইসলাম আজম, সাবেক সভাপতি গাজী মোহাম্মদ ওবাইদুল হক, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান রিমন, সাবেক সভাপতি মাসুদুর রহমান, সাবেক সভাপতি রুবেল হোসেন প্রমুখ।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি ফারুক হোসাইন। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক রাকিব বিন সৈকত, সাবেক সাধারণ সম্পাদক তানভীর হোসেন, সাবেক সভাপতি নাজমুল মোল্লা,সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন অভি, সাবেক সাধারণ সম্পাদক মোরশেদ আলম। আরো উপস্থিত ছিলেন, ছাত্রকল্যাণ সমিতির শুভাকাঙ্ক্ষী ও অন্যান্য সদস্যবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুবাশ্বিরুজ্জামান হাসান, সঞ্চালনায় ছিলেন মাহাদী হাসান ( অনিক) ও যাবিন তাসনিম ।
সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত নির্বাচনে ভোটাররা আনন্দঘন পরিবেশে ভোট দিয়ে কার্যনির্বাহী পর্ষদ-২০২৬ এর ৫ জন সদস্যকে নির্বাচিত করেন। নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নাজমুল হাসান, সাধারণ সম্পাদক -মুশফিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক -হাবিব উল্যাহ, কোষাধ্যক্ষ – মেহেদী ইকবাল মাহী, ও প্রচার সম্পাদক -ফয়সাল হোসেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা ঢাকাস্থ বরুড়া ছাত্রকল্যাণ সমিতির “স্মারক বার্তা-২০২৫” এর মোড়ক উন্মোচন করেন এবং নতুন কমিটিকে উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। সংবাদ প্রকাশঃ ১১-০১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=