সিটিভি নিউজ।। মনোয়ারে হোসেন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর বিশেষ অভিযানে ২০ কেজি গাঁজা সহ মো. রাশেদ (৩৩) নামে এলাকার চিহিৃত এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃত রাশেদ উপজেলার চিওড়া ইউনিয়নের ঘোষতল গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে। শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার চিওড়া ইউনিয়নের ডিমাতলী এলাকার ভারতীয় সীমান্তবর্তী পেইন পিলার (নং-২১১৪) সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে রোববার ভোর রাতে আটককৃত মাদক ব্যবসায়ীকে চৌদ্দগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি। থানায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে রোববার (১১ জানুয়ারি) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বিকালে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু মাহমুদ কাউছার হোসেন।
থানা ও বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত অনুমান দেড়টায় উপজেলার আনন্দপুর বিওপি’র একটি টহল টিম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুজাতপুর এলাকায় ডিউটি করাকালীন করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে একই এলাকার ডিমাতলী গ্রামের ভারতীয় সীমান্তবর্তী মেইন পিলার ২১১৪নং থেকে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিশেষ অভিযান চালায় বিজিবি সদস্যরা। অভিযানকালে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মো. রাশেদ নামে এলাকার চিহিৃত মাদক কারবারিকে পালিয়ে যেতে দেখে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাকে আটক করে। পরে তার নিকট থাকা একটি প্লাস্টিকের বস্তা তল্লাশী চালিয়ে ৫ পোটলা (প্রতিটিতে ৪ কেজি হারে মোট ২০ কেজি গাঁজা) গাঁজা উদ্ধার করা হয়। আটকের পর রোববার ভোর রাতেই গাঁজা সহ তাকে চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করে বিজিবি’র আভিযানিক দল। রোববার সকালে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬ (১) সারণির ১৯ (গ) দ্বারায় মামলা দায়ের শেষে দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সীমান্তবর্তী এলাকায় বিজিবি’র এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে। সংবাদ প্রকাশঃ ১১-০১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com