খেলার মাধ্যমে জাতীয়তা, বন্ধুত্ব ও আত্মীয়তাবোধ বজায় থাকে : কাজী নাহিদ

চৌদ্দগ্রামে সংরাইশ যুবসমাজ কর্তৃক আয়োজিত ফুটবল টুর্ণামেন্ট’র ফাইনাল খেলা অনুষ্ঠিত
সিটিভি নিউজ।। মনোয়ার হোসেন, চৌদ্দগ্রাম সংবাদদাতা কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রামে সিংরাইশ যুবসমাজ কর্তৃক আয়োজিত ডাবল ফ্রিজ কাপ ফুটবল-২০২৬ টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় বাংপাই ফুটবল একাদশ ট্রাইবেকারে (পেনান্টি শুটে) ডাকরা ফুটবল একাদশকে পরাজিতা করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পরে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ।
রবিবার (১১ জানুয়ারি) বিকালে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের সংরাইশ ফুটবল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় হাজার হাজার দর্শকের উপস্থিতিতে এ উপলক্ষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টি (কাজী জাফর) এর প্রেসিডিয়াম সদস্য কাজী মোহাম্মদ নাহিদ।
প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টি (কাজী জাফর) এর প্রেসিডিয়াম সদস্য কাজী মোহাম্মদ নাহিদ বলেন, আজকের এই খেলার মধ্য দিয়েই ভ্রাতৃত্বের বন্ধন বজায় রাখা সম্ভব। যুব সমাজের মধ্যে যারা বিভিন্নভাবে খারাপ পথে চলে গেছে তাদেরকে সেখান থেকে ফিরিয়ে আনা সহজ হবে। গত এক মাস পূর্বে আমি এই গ্রামে এসেছিলাম, তখন যুব সমাজের কাছে আমার কমিটমেন্ট ছিল মাদক মুক্ত পরিবেশে সুন্দর একটি ফুটবল টুর্ণামেন্ট আয়োজন করার। আজকে সফলভাবে এ টুর্ণামেন্ট সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটিকে আন্তরিক ধন্যবাদ জানাই। উৎসবমুখর এ আয়োজন ও ফাইনাল খেলার মধ্য দিয়ে আমাদের মাঝে জাতীয়তা, আত্মীয়তা ও বন্ধুত্ববোধ রাখতে পারি, সেই লক্ষ্যে কাজ করতে হবে আমাদের। এটি একমাত্র খেলার মাধ্যমেই সম্ভব। সকলের মাঝে যদি ভ্রাতৃত্বের এ বন্ধন অটুট থাকে, তবেই আমাদের এই চৌদ্দগ্রাম হবে প্রয়াত প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদের রেখে যাওয়া স্বপ্নের বাস্তবায়ন। তাঁর মূল স্লোগান ছিল, চৌদ্দগ্রামের জনতা, গড়ে তোল একতা। তার এ কথার বাস্তবায়নের আজকের যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এম এ মান্নানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জাতীয় পার্টির সভাপতি, সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ চৌধুরী পাশা, সাধারণ সম্পাদক মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. ওবায়েদ পাটোয়ারী, উপজেলা যুবসংহতির আহবায়ক কাজী মোহাম্মদ সহিদ, ডাকরা গ্রামের কৃতিসন্তান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. জসীম উদ্দীন মুহুরী, ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক নূরুল হক নুরু, জাতীয় পার্টির নেতা মো. আবদুল লতিফ, টুর্ণামেন্ট কমিটির আহবায়ক ও জাতীয় পার্টির নেতা মো. জসিম উদ্দিন, সদস্য সচিব মাসুম বিল্লাল রিপন, সদস্য আবু তাহের মিন্টু, বাচ্চু মিয়া, হিরন মিয়া, কামরুল হাসান, মোহাম্মদ সুজন, মানিক মিয়া, শাহিন আলম, ফয়সাল আহম্মেদ, জুয়েল রানা, আবদুল হালিম, সফর আলী, শুভ,মানিক, জাকির হোসেন, আসিফ মাহমুদ, সিফাত আহমেদ, জামাল হোসেন, হোসাইন আহমদ, আমির হোসেন, মাওলানা ইউছুপ প্রমুখ। সংবাদ প্রকাশঃ ১১-০১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=