কালীগঞ্জে লিচু বাগানে ঝুলছিল দিনমজুরের লাশ,মৃত্যু নিয়ে রহস্যে

সিটিভি নিউজ।। মানিক ঘোষ নিজস্ব প্রতিনিধি: ===============
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় একটি লিচু বাগান থেকে এক দিনমজুরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১০ জানুয়ারি) সকালে উপজেলার বাঁকাব্রীজ এলাকার তোতার লিচু বাগানে এ ঘটনা ঘটে।নিহত জসিম উদ্দীন শৈলকুপা উপজেলার খন্দবাড়িয়া গ্রামের শহিদুল আলমের ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন। জসিম উদ্দীন কালীগঞ্জের ভ‚ষণ স্কুলের পেছনে ঝন্টুর বাড়িতে ভাড়া বাসায় থাকতেন এবং তার শ্বশুরবাড়ি ঝিনাইদহ সদর উপজেলার ভিটশ্বর গ্রামে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পাইক পাড়া নলডাঙ্গা সড়কের মাঝামাঝি মাঠের ভেতরে একটি লিচু গাছে জসিম উদ্দীনের লাশ ঝুলে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।লাশ উদ্ধারের সময় নিহতের পরনে কালো জিন্সের প্যান্ট ও লাল-কালো রঙের সুয়েটার ছিল।কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন জানান, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা ঝুলন্ত লাশ উদ্ধার করেছি। এটি হত্যা না আত্মহত্যাÑতা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। সংবাদ প্রকাশঃ ১০-০১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন