নওগাঁয় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী :সংবাদদাতা জানান ===== শনিবার(১০ জানুয়ারি) নওগাঁয় সকাল ১০টায় পুলিশ লাইন্স ড্রিলশেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর সভাপতিত্বে মাসিক কল্যাণ সভায় নবদম্পতি, নবজাতক শিশুর পিতা-মাতা এবং অবসরজনিত বিদায় উপলক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তা ও সদস্যদের সম্মাননা উপহার প্রদান করা হয়।কল্যাণ সভায় প্রস্তাবিত বিভিন্ন কল্যাণমূলক প্রস্তাব অনুমোদনক্রমে বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়। একই সঙ্গে জেলা পুলিশের অফিসার ও ফোর্সদের সার্বিক কল্যাণ, পেশাগত দায়িত্ব পালন এবং সুযোগ-সুবিধা সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
কল্যাণ সভায় পুলিশ সুপার আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে সততা, নিষ্ঠা, নিরপেক্ষতা এবং উৎসবমুখর পরিবেশে আয়োজনের জেলা পুলিশের সর্বোচ্চ প্রস্তুতির কথা দৃঢ়ভাবে ব্যক্ত করেন। সেই লক্ষ্যের সকলকে কাজ করা নির্দেশনা প্রদান করেন।
উক্ত সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সকল থানার অফিসার ইনচার্জ সহ বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন। সংবাদ প্রকাশঃ ১০-০১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=