টেকনাফে দুই সন্ত্রাসী গ্রুপের গোলাগুলি, ডাকাত নুর কামাল গুলিবিদ্ধ

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান কক্সবাজার প্রতিনিধি ======== কক্সবাজারের টেকনাফ উপজেলার নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে নুর কামাল নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তিনি ডাকাত কর্মকাণ্ডে জড়িত বলে পরিচিত।
শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১২.৩০ ঘটিকায় দিকে ক্যাম্পের আই ব্লক ও সংলগ্ন পাহাড়ি এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও ক্যাম্প সূত্র জানায়, আধিপত্য বিস্তার ও অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে দুইটি সশস্ত্র দুর্বৃত্ত গ্রুপের মধ্যে হঠাৎ গোলাগুলি শুরু হয়। এতে পুরো ক্যাম্প এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাধারণ রোহিঙ্গারা নিরাপত্তার জন্য ঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেয়।
গোলাগুলির একপর্যায়ে নুর কামাল গুলিবিদ্ধ হন। পরে তার সহযোগীরা তাকে দ্রুত ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়। তিনি বর্তমানে কোথায় চিকিৎসাধীন রয়েছেন, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অভিযান চালায়। তবে জড়িত দুর্বৃত্তরা এর আগেই পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে কিছু আলামত উদ্ধার করা হয়েছে এবং এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এ বিষয়ে এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার জনাব কাউসার সিকদার জানান, ক্যাম্প এলাকায় সন্ত্রাসী তৎপরতা দমনে নিয়মিত অভিযান চলছে। গোলাগুলির ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পসহ টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে দীর্ঘদিন ধরে সশস্ত্র গ্রুপ, মাদক কারবারি ও ডাকাত চক্রের তৎপরতা বেড়ে চলেছে, যা স্থানীয় নিরাপত্তা পরিস্থিতিকে ক্রমেই উদ্বেগজনক করে তুলছে। সংবাদ প্রকাশঃ ১০-০১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=