কুমিল্লায় পুলিশ গত এক মাসে অভিযানে ১৪শ জন গ্রেপ্তার, বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র-গুলি উদ্ধার

সিটিভি নিউজ।। নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় পুলিশ গত এক মাসে অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলায় ১৩শ ৮২ জনকে গ্রেফতার করেছে। এ সময় পুলিশ বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র-গুলি উদ্ধার করেছে।
শুক্রবার (৯ জানুয়ারি) জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কুমিল্লা জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান এর নির্দেশে ডিবি পুলিশ সহ জেলা পুলিশ ১টি থানা এলাকায় এ অভিযান পরিচালনা করে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে মাদক মামলা ১৮৫ জন, ডেভিল হান্ট ফেজ টুতে-৪শ ২৬ জন, ডাকাত ২১ জন, নিয়মিত মামলায় ৭৫০ জন আসামি রয়েছে। এ সময় পুলিশ ৮০১ কেজি গাজা, ৪৫ হাজার ফিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদক আটক করেছে।
এছাড়া মাদক পরিবহন কাজে নিয়োজিত দুটি পিক আপ, একটি বাস, দুটি ট্রাক, দুটি সিএনজি জব্দ করেছে। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত ৪টি পিকআপ একটি ট্রাক জব্দ করা হয়। ডাকাতদের কাছ থেকে লুন্ঠিত স্বর্ণ ও কৃষকের আটটি গরু উদ্ধার করা হয়।
এছাড়া পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনটি বিদেশি পিস্তল সহ ৪ টি পিস্তল, ৪টি এলজি,১টি পাইপ গানসহ বিপুল পরিমাণ গুলি ও দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে। কুমিল্লার পুলিশ সুপার আনিসুজ্জামান জানান, জনগণের জানমালের নিরাপত্তায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বিঘ্ন করতে এই অভিযান আরো জোরদার করা হবে। সংবাদ প্রকাশঃ ১০-০১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=