কুমিল্লার ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে নিহত ২, আহত অন্তত ১০

সিটিভি নিউজ।। নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি =========
কুমিল্লার ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস উল্টে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন যাত্রী।বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে কুমিল্লার চান্দিনা উপজেলার তীরচর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহতদের মধ্যে একজন ফেনীর ফুলগাজী উপজেলার উত্তর আনন্দপুর এলাকার বাসিন্দা মজিবুল হক মজুমদারের ছেলে সাইদুল হক মজুমদার (৩৪)। অপরজন নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার চরফকিরা এলাকার মৃত আবুল বাশারের ছেলে আরমান হোসেন (১৬)।পুলিশ সূত্রে জানা যায়, রাত ১১টার দিকে চট্টগ্রামমুখী স্টার লাইন পরিবহনের একটি বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে তীরচর ইউটার্ন এলাকায় সড়কের ডিভাইডার অতিক্রম করে ঢাকামুখী লেনে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী প্রাণ হারান এবং আরও অন্তত ১০ জন আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা ও পুলিশ আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে। নিহতরা উভয়েই বাসের যাত্রী ছিলেন। তবে দুর্ঘটনার পরপরই চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
তিনি আরও জানান, দুর্ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। সংবাদ প্রকাশঃ ০৯-০১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন