নাফ নদীতে আবারও রক্ত, মিয়ানমারের দিক থেকে ছোড়া গুলিতে জেলে আহত

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান কক্সবাজার প্রতিনিধি ============= নাফ নদীর শান্ত জলরাশি মুহূর্তেই রক্তে রঞ্জিত হলো। মাছ ও কাঁকড়া শিকারের স্বাভাবিক কাজে নেমে মিয়ানমারের দিক থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত হয়েছেন এক বাংলাদেশি জেলে।
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্ত এলাকায় বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ জেলের নাম আলমগীর (৩০)। তিনি হোয়াইক্যং বিজিবি ক্যাম্প সংলগ্ন বালুখালী এলাকার বাসিন্দা এবং সৈয়দ আহমদ প্রকাশ বলির ছেলে।
স্থানীয় সূত্র ও পরিবার জানায়, বৃহস্পতিবার বিকেলে আলমগীর তার এক সহযোগীকে সঙ্গে নিয়ে নৌকাযোগে হোয়াইক্যং সীমান্ত হয়ে নাফ নদীতে মাছ ও কাঁকড়া শিকারে যান। নাফ নদীর বিলাসীর দ্বীপ সংলগ্ন এলাকায় পৌঁছালে হঠাৎ মিয়ানমার অংশ থেকে একটি গুলি এসে আলমগীরের বাম হাতে বিদ্ধ হয়। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন।
আহত অবস্থায় আলমগীর নৌকাতেই রক্তাক্ত হয়ে পড়ে থাকেন। তার সঙ্গে থাকা সহযোগী দ্রুত তাকে উদ্ধার করে নৌকাযোগে সীমান্তের কাছাকাছি নিয়ে আসেন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
আহতের ভাই ইউনুছ জানান, গুলির আঘাতে আলমগীরের হাত দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
এ বিষয়ে হোয়াইক্যং ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) খোকন কান্তি রুদ্র বলেন, নাফ নদীর সীমান্ত এলাকায় মাছ শিকারের সময় এক জেলে গুলিবিদ্ধ হওয়ার খবর স্থানীয়দের মাধ্যমে পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনার পর সীমান্তবর্তী হোয়াইক্যং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় জেলেরা নাফ নদীতে যাতায়াত ও জীবিকা নির্বাহ নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসী। সংবাদ প্রকাশঃ ০৯-০১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=