৩ হাজার ইয়াবাসহ ঢাকায় গ্রেপ্তার জাতীয় সাংবাদিক সংস্থা টেকনাফ উপজেলা কমিটির সভাপতি

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান কক্সবাজার প্রতিনিধি =============কক্সবাজারের টেকনাফ উপজেলায় কিছু কথিত ও ভুয়া সাংবাদিকের অপতৎপরতায় বিপাকে পড়ছেন প্রকৃত পেশাদার সাংবাদিকরা। সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে মাদকসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ দীর্ঘদিনের। এরই ধারাবাহিকতায় রাজধানীতে মাদকসহ এক তথাকথিত সাংবাদিককে গ্রেপ্তারের ঘটনা ঘটেছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩ হাজার পিস ইয়াবাসহ জাতীয় সাংবাদিক সংস্থা টেকনাফ উপজেলা কমিটির সভাপতি ও দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার কক্সবাজার জেলা প্রতিনিধি মো. জিয়াবুল হককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত জিয়াবুল হক (৪২) কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, সাংবাদিক পরিচয়ের আড়ালে তিনি দীর্ঘদিন ধরে মাদক পাচারের সঙ্গে জড়িত ছিলেন।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গুলশান বিভাগের এক কর্মকর্তা জানান, সোমবার (৫ জানুয়ারি) ভোর আনুমানিক ৬টা ১০ মিনিটে যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তিনি ‘প্রেস’ লেখা একটি জ্যাকেট পরিহিত ছিলেন বলেও জানায় ডিবি।
ডিবি সূত্র আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক পাচার সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে স্থানীয় সাংবাদিক মহল বলছে, কিছু ভুয়া ও অপেশাদার ব্যক্তির কারণে প্রকৃত সাংবাদিকদের পেশাগত সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে। সাংবাদিকতার নাম ব্যবহার করে অপরাধে জড়িয়ে পড়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কঠোর নজরদারি ও ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা। সংবাদ প্রকাশঃ ০৭-০১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=