সড়কের কাজ না করেই বিল উত্তোলনের পায়তারা যুবলীগ নেতা রাজুর

সিটিভি নিউজ।। এন এ মুরাদ, মুরাদনগর– সংবাদদাতা জানান –===মুরাদনগর উপজেলার শ্রীকাইল–গাজীরহাট সড়কের ২০২৩–২০২৪ অর্থবছরের প্রকল্পের কাজ সম্পন্ন না করেই বিল উত্তোলনের পায়তারা করার অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান রাহাত এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও যুবলীগ নেতা রজ্জব হোসেন রাজুর বিরুদ্ধে।
অসম্পূর্ণ কাজে বিলের সুপারিশ না করায় ইঞ্জিনিয়ারকে মারার হুমকি।

এ ঘটনায় প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত ও অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তাদের মতে, কাজ শেষ না করেই বিল উত্তোলনের চেষ্টা করা ঠিকাদারের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাহাত এন্টারপ্রাইজের মালিক রজ্জব হোসেন রাজু ২০২৩–২৪ অর্থবছরে মুরাদনগর উপজেলায় দুটি সড়ক প্রকল্পের কাজ পান। একটি প্রকল্পের দৈর্ঘ্য প্রায় ২ কিলোমিটার এবং অপরটি দীঘিরপাড় থেকে কুড়াখাল বি-চাপিতলা পর্যন্ত ৮২২ মিটার।

অভিযোগ রয়েছে, শ্রীকাইল কলেজ থেকে গাজীরহাট পর্যন্ত ২ কিলোমিটার সড়ক মেরামতের কাজ পায় সোয়াদ এন্টারপ্রাইজ। কিন্তু কাজটি বাস্তবায়ন করেন ঠিকাদার রজ্জব হোসেন রাজু।
তিনি কাজ না করেই বিল উত্তোলনের জন্য উপজেলা প্রকৌশলীর ওপর চাপ প্রয়োগ করেন।
অপরদিকে কুড়াখাল–বি-চাপিতলা সড়কের ৮২২ মিটার অংশে নির্ধারিত সময় ও ওয়ার্ক অর্ডার অনুযায়ী কাজ সম্পন্ন না করেই প্রায় ৫শ মিটারের বিল আদায়ের চেষ্টা চালানো হয়।

প্রকল্পের অগ্রগতি পর্যালোচনায় দেখা গেছে, কাজের গুণগত মান ও পরিমাণ ওয়ার্ক অর্ডারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ কারণে দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী সরকারি বিধি অনুযায়ী বিল অনুমোদনে অপারগতা প্রকাশ করেন।

এতে ক্ষুব্ধ হয়ে ঠিকাদার রাজু ও তার সঙ্গে যুক্ত একটি সিন্ডিকেট সংশ্লিষ্ট প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে মানববন্ধন করে বলেও অভিযোগ পাওয়া গেছে।

শ্রীকাইল গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান ও সাজ্জাদ হোসেন বলেন,
“শ্রীকাইল কলেজ রোড হয়ে গাজীরহাটগামী সড়কটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। সামান্য বৃষ্টিতেই ভয়াবহ জনদুর্ভোগ সৃষ্টি হয়। সড়ক মেরামতের বরাদ্দ আসায় শিক্ষক, শিক্ষার্থীসহ এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছিল। কিন্তু ঠিকাদারের অবহেলার কারণে কাজ না হওয়ায় বরাদ্দ বাতিল হয়ে যায়, যা অত্যন্ত দুঃখজনক।”

কুড়াখাল গ্রামের বাসিন্দা সুজন মুন্সি জানান,
“সড়কের কাজ অসম্পূর্ণ ও নিম্নমানের হওয়ায় এলাকাবাসী চরম ভোগান্তিতে পড়েছে। অসম্পূর্ণ কাজ দেখিয়ে বিল তুলে আত্মসাতের চেষ্টা করছেন ঠিকাদার।”

স্থানীয় সূত্রে আরও জানা যায়, যুবলীগ নেতা রজ্জব হোসেন রাজু ঠিকাদারি কাজের লভ্যাংশের প্রলোভন দেখিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে কোটি টাকারও বেশি অর্থ হাতিয়ে নিয়েছেন। তিনি ঠিকাদারি কাজের নামে একাধিক ব্যক্তির সঙ্গে প্রতারণা করেছেন বলেও অভিযোগ রয়েছে।

তবে প্রকৌশল দপ্তরের একাধিক কর্মকর্তা জানান, সরকারি বিধিমালা অনুযায়ী কাজের গুণগত মান ও পরিমাপ সন্তোষজনক না হলে কোনোভাবেই বিল ছাড় দেওয়া সম্ভব নয়।

এ বিষয়ে অভিযুক্ত ঠিকাদার রজ্জব হোসেন রাজুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি বিলের জন্য কাজ শেষ করতে পারিনি। যতটুকু কাজ হয়েছে নিয়ম অনুযায়ী হয়েছে।
বিল পেলে বাকী কাজ শেষ করে দিবো।

মুরাদনগর উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ বলেন, ঠিকাদার কাজের গুণগত মান ঠিক রাখেননি। যেটুকু করেছে তাতে “ওয়ার্ক অর্ডার অনুযায়ী কাজ সম্পন্ন করা হয়নি৷ এছাড়াও সড়কের কাজে নির্ধারিত সময় অতিবাহিত করেছেন। সে হিসেবে অফিস তার কাছে বিলের বাইরে উল্টো জরিমানার টাকা পাবে।
এদিকে শ্রীকাই -গাজিরহাট সড়ক মেরামতের ২ কিলোমিটার কাজ ঠিকাদারের অপারগতায় বাতিল করা হয়েছে। সেই কাজেরও বিল তিনি দাবি করছেন। যা সম্পূর্ণ নিয়মবহির্ভূত। সংবাদ প্রকাশঃ ০৭-০১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন