দেবীদ্বারঃ ২৫ বছরের দখল উচ্ছেদ, ফিরল জনগণের সড়ক’ দেবীদ্বারে ভ্রাম্যমান আদালতের দৃঢ় অভিযান

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/ ======
কুমিল্লার দেবীদ্বারে দীর্ঘদিনের অবৈধ দখল উচ্ছেদ করে জনসাধারণের চলাচলের সড়ক অবমুক্ত করেছে ভ্রাম্যমান আদালত। সড়কের উপর গড়ে ওঠা অবৈধ মার্কেট ভেঙ্গে দেওয়ায় স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝে।
বুধবার (৭ জানুয়ারি) দুপুরে উপজেলার ৪ নম্বর সুবিল ইউনিয়নের ওয়াহেদপুর বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ প্রশাসক নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। ১ নম্বর খাস খতিয়ানভুক্ত সড়কের জায়গা উদ্ধারে ভোলড্রেজার ব্যবহার করে উচ্ছেদ অভিযান চালানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. ফয়সল উদ্দিন, ইউপি সহকারী কমিশনার (ভূমি) সালমা আক্তার, ইউপি চেয়ারম্যান গোলাম সারওয়ার মুকুল ভূঁইয়া এবং দেবীদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) আবু তাহেরের নেতৃত্বে একদল পুলিশ সদস্য। অভিযানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক জনতা উপস্থিত ছিলেন।
স্থানীয়দের ভাষ্যমতে, একসময় এই সড়ক দিয়েই ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন ভূমি অফিস ও ওয়াহেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াত করা হতো। প্রায় ২৫-৩০ বছর আগে জেলা পরিষদ থেকে ইজারা নেওয়ার তথ্য গোপন করে মো. নুরুল ইসলাম নামে এক ব্যক্তি সড়কের জায়গা দখল করে মার্কেট নির্মাণ করে ভাড়া দিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে নানা আবেদন, মামলা ও ভুয়া কাগজপত্রের মাধ্যমে দখল বজায় রাখা হয়েছিল।
ভূমি অফিসে জায়গাটি ১ নম্বর খাস খতিয়ানভুক্ত হওয়ায় জায়গা ছেড়ে দিতে বার বার নোটিশ ও স্থানীয়দের অনুরোধ উপেক্ষা করে আসছিলেন দখলদার মো. নুরুল ইসলাম। শেষ পর্যন্ত প্রশাসন সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে উচ্ছেদ অভিযান চালায়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিন জানান, ঐতিহ্যবাহী ওয়াহেদপুর বাজারের সড়কের জায়গা দখলমুক্ত করা হয়েছে। যানজট নিরসন, সিএনজি স্ট্যান্ড, কাঁচাবাজার ও দুধবাজার নির্মাণের লক্ষ্যে অচিরেই সড়কের দুই পাশে থাকা সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, ওয়াহেদপুর বাজার এ অঞ্চলের একটি ঐতিহ্যবাহী বাজার। উচ্ছেদকৃত জায়গাটি বাজার থেকে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়, ভূমি অফিস ও ইউনিয়ন পরিষদে যাতায়াতের গুরুত্বপূর্ণ সড়ক ছিল। আজ সড়কটি পুনরায় জনগণের জন্য উন্মুক্ত করা হলো। পর্যায়ক্রমে ১ নম্বর খাস খতিয়ানভুক্ত সব অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হবে।
ছবির ক্যাপশন:
ওয়াহেদপুর বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে সড়কের ওপর গড়ে ওঠা অবৈধ মার্কেট উচ্ছেদ করা হচ্ছে। সংবাদ প্রকাশঃ ০৭-০১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=