কালীগঞ্জে সোনালী ব্যাংকের ভেতর অভিনব কৌশলে আড়াই লাখ টাকা চুরি, থানায় অভিযোগ

সিটিভি নিউজ।। মানিক ঘোষ,নিজস্ব প্রতিনিধি =======================
ঝিনাইদহের কালীগঞ্জে সোনালী ব্যাংক শাখার ভেতরে অভিনব কৌশলে এক ব্যবসায়ীর নগদ টাকা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, কালীগঞ্জ পৌরসভার চাপালী কুটিপাড়া গ্রামের বাসিন্দা ও ব্যবসায়ী কামাল হোসেন (৫৫) বুধবার (২৯ ডিসেম্বর ২০২৬) দুপুর সাড়ে ১২টার দিকে কালীগঞ্জ সোনালী ব্যাংক শাখা থেকে ৪ লাখ টাকা উত্তোলন করেন। টাকা উত্তোলনের পর তিনি ক্যাশ কাউন্টারের পাশে দাঁড়িয়ে টাকা গণনা করেন এবং অবশিষ্ট টাকা একটি ছোট হ্যান্ড ব্যাগে রাখেন।
কিছু সময় পর তিনি লক্ষ্য করেন, তার হ্যান্ড ব্যাগটি কাটা এবং ব্যাগের ভেতরে রাখা ২ লাখ ৫০ হাজার টাকা নিখোঁজ। পরে ব্যাংকের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, অজ্ঞাত পরিচয়ের তিনজন ব্যক্তি কৌশলে তার পাশে অবস্থান নেয়। এ সময় তারা ব্যাগের ওপর একটি ফাইল রেখে নজর এড়িয়ে ব্যাগ কেটে টাকা চুরি করে নিয়ে যায়।
ভুক্তভোগী কামাল হোসেন জানান, ঘটনার পরপরই তিনি ব্যাংকের ভেতর ও আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও চোর কিংবা টাকা উদ্ধার করতে পারেননি। পারিবারিক ও স্থানীয়ভাবে আলোচনা শেষে আইনি সহায়তা পাওয়ার জন্য তিনি কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন বলেন,
“অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ব্যাংকের মতো নিরাপদ স্থানে এ ধরনের চুরির ঘটনায় গ্রাহকদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সংবাদ প্রকাশঃ ০৭-০১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন