হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পেলেন শাহ জালাল

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান কক্সবাজার প্রতিনিধি ==============কক্সবাজার টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা হওয়ায় প্যানেল চেয়ারম্যান-১ জনাব শাহ জালালকে অস্থায়ীভাবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করা হয়েছে।
জেলা প্রশাসক কার্যালয়, কক্সবাজার সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইমামুল হাফেজ নাদিম টেকনাফের প্রেরিত পত্রের প্রেক্ষিতে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৩(৩) ধারার বিধান অনুযায়ী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও জনসেবা কার্যক্রম গতিশীল রাখার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অফিস আদেশ অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানদের মধ্যে অগ্রাধিকারক্রমে প্যানেল চেয়ারম্যান-১ হিসেবে দায়িত্ব পালন করবেন শাহ জালাল। তিনি হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ০৫ নম্বর ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য।
জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হয়েছে বলে জেলা প্রশাসন সূত্র নিশ্চিত করেছে।
উল্লেখ্য, চেয়ারম্যান পদ শূন্য হওয়ায় ইউনিয়ন পরিষদের নিয়মিত কার্যক্রম নির্বিঘ্ন রাখতে আইন অনুযায়ী প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব প্রদান করা হয়ে থাকে। সংবাদ প্রকাশঃ ০৬-০১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=