রামু ঈদগড়ে পুলিশের অভিযান ফাঁকা কারখানায় মিলল অস্ত্র-গুলির সরঞ্জাম

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার ================== ভোরের আলো ঠিকমতো পাহাড় ছুঁয়েও দেখেনি। তার আগেই ঈদগড়ের গহীন পাহাড়ে নীরবে ঢুকে পড়ে পুলিশের একটি যৌথ দল। লক্ষ্য একটাই—অবৈধ অস্ত্র তৈরির আস্তানা।
সোমবার (৫ জানুয়ারি) ভোরে রামু থানা পুলিশ ও ঈদগড় পুলিশ ক্যাম্পের যৌথ অভিযানে ঈদগড় ইউনিয়নের আবু আহম্মদ গুনা ফাতেমা ছড়া এলাকায় একটি গোপন অস্ত্র তৈরির কারখানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে কারখানায় থাকা ৩–৪ জন ব্যক্তি পাহাড়ি জঙ্গলের ভেতর পালিয়ে যায়। ফাঁকা পড়ে থাকা কারখানা থেকেই জব্দ করা হয় অস্ত্র তৈরির যাবতীয় উপকরণ।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে পাহাড়ে অবস্থান নিয়ে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরি করছে। এমন তথ্যের ভিত্তিতে কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমানের নির্দেশে এবং রামু থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়ার তত্ত্বাবধানে বিশেষ আভিযানিক দল গঠন করা হয়।
রামু থানা ও ঈদগড় পুলিশ ক্যাম্পের সমন্বয়ে গঠিত অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) মো. খোরশেদ আলম। সঙ্গে ছিলেন এএসআই মুহাম্মদ জহিরুল ইসলাম, এএসআই মিলন বড়ুয়া, এএসআই রবিউল ইসলামসহ সঙ্গীয় ফোর্স।
উদ্ধারকৃত সরঞ্জামের তালিকায় রয়েছে— তাজা রাইফেলের গুলি, শর্টগানের খালি খোসা, বন্দুকের বাট ও ট্রিগার বক্স, নল হিসেবে ব্যবহৃত পাইপ, হাওয়ার মেশিন, করাত, হাতুড়ি, শান দেওয়ার মেশিনসহ অস্ত্র তৈরির অসংখ্য উপকরণ।
সকাল ৮টা ৩০ মিনিটে উদ্ধারকৃত মালামাল জব্দ তালিকাভুক্ত করে থানায় নিয়ে যাওয়া হয়।
রামু থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব না হলেও জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পাহাড়ি এলাকায় অপরাধ দমনে পুলিশের এই তৎপরতায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা। সংবাদ প্রকাশঃ ০৬-০১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=