যাত্রাপুর এতিমখানা ও মাদরাসায় কোরআনে হাফেজদের পাগড়ি প্রদান

কুমিল্লার মুরাদনগর উপজেলার যাত্রাপুর এতিমখানা ও মাদরাসায় কুরআন হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীর পাগড়ি প্রদান অনুষ্ঠানে বয়ান পেশ করছেন, মাওলানা হাফেজ কারী আবদুর রহিম আল-মাদানী।

সিটিভি নিিউজ।। বিল্লাল হোসেন, মুরাদনগর থেকে সংবাদদাতা জানান ===== ঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার যাত্রাপুর নূরীয়া এতিমখানা এবং হযরত খাদিজাতুল কোবরা (রাঃ) বালিকা এতিমখানা ও মাদরাসার হিফজ বিভাগ থেকে পবিত্র কুরআন হিফজ সম্পন্নকারী ৫ জন শিক্ষার্থীর পাগড়ি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এই গৌরবময় অর্জন উপলক্ষে সোমবার রাতে মাদরাসা মাঠে ৩২তম বার্ষিক ওয়াজ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাহফিলকে কেন্দ্র করে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
সোনাকান্দা কামিল মাদরাসার প্রধান মুফতী মাওলানা বোরহান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে মহাগ্রন্থ আল-কুরআনের আলোকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন, গাজীপুর বোর্ড বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ কারী আবদুর রহিম আল-মাদানী।
মাদরাসার প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা বাশারত ভুইয়ার সুশৃঙ্খল পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ঢাকা নর্দা আমিনা খাতুন তাজবীদুল কোরআন ক্যাডেট মাদরাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ কারী সাইফুল ইসলাম, মুরাদনগর বড় মাদরাসার শিক্ষক অন্ধ হাফেজ মাওলানা আমিনুল ইসলাম এবং নূরীয়া মাদরাসার শিক্ষক হাফেজ হুমায়ুন কবীর।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, রহিমপুর এতিমখানার পরিচালক কাজী মোহাম্মদ লোকমান, কাজিয়াতল এতিমখানার পরিচালক হাফেজ ওমর ফারুক ও মোচাগড়া এতিমখানার পরিচালক সৈয়দ আবুবকর সিদ্দিক প্রমুখ।
বক্তারা ইসলামের প্রচার-প্রসার এবং নৈতিক সমাজ গঠনে হিফজ মাদরাসা গুলোর অবদানের কথা তুলে ধরেন। নবীন হাফেজদের উদ্দেশ্যে বক্তারা বলেন, পবিত্র কুরআন বুকে ধারণ করে সমাজকে আলোকিত করতে হবে এবং ইসলামের সঠিক শিক্ষা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।
অনুষ্ঠানে অন্যতম আকর্ষণ ছিল জনপ্রিয় ইসলামী সাংস্কৃতিক সংগঠন কলরবের শিল্পী হাফেজ সাইদুল ইসলামের পরিবেশনা। তার সুললিত কণ্ঠে গাওয়া ইসলামী সঙ্গীত মাহফিলে আসা শ্রোতাদের মুগ্ধ করে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে হিফজ সম্পন্নকারী ৫ জন কৃতি শিক্ষার্থীর মাথায় সম্মাননা সূচক পাগড়ি পরিয়ে দেওয়া হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়া করা হয়। গভীর রাত পর্যন্ত চলা এই মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সংবাদ প্রকাশঃ ০৬-০১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন