ব্রাহ্মণপাড়ায় বডিফিটিং গাঁজা পাচারকালে ২ নারী আটক

সিটিভি নিউজ।। মোঃ বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।====== কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ উপজেলার শশীদল ইউনিয়নে অভিযান চালিয়ে বডিফিটিং গাঁজা পাচারকালে ৬ কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেপ্তার করে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেছে। থানা সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম এর নির্দেশে থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মেহেদী হাসান জুয়েল ও সঙ্গীয় ফোর্স রবিবার (৪ জানুয়ারী) সন্ধ্যায় উপজেলার শশীদল ইউনিয়নের রেলস্টেশনের পূর্ব পার্শ্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনাকালে দুইজন মহিলা আশাবাড়ী থেকে পায়ে হেটে যাবার পথে পুলিশের উপস্থিতি টের পেয়ে সুকৌশলে পালিয়ে যাবার চেষ্টা করে। পুলিশ তাদের সন্দেহজনকভাবে আটক করলে নারী পুলিশ সদস্যের মাধ্যমে উভয়ের দেহ তল্লাশী করলে বডিফিটিং অবস্থায় তিন কেজি করে ৬ কেজি গাঁজাসহ তাদেরকে আটক করে থানায় নিয়ে আসা হয়। আটককৃতরা হলো- কুমিল্লা জেলার লাকসাম উপজেলার লক্ষীপুর গ্রামের মো. সুমনের স্ত্রী আয়েশা আক্তার (৩০) ও ঢাকা জেলার মোহাম্মদপুর এলাকার রফিক ভূইঁয়ার মেয়ে মোসাঃ লাবনী আক্তার প্রকাশ মীম (২৫)। সোমবার সকালে আসামীদেরকে কোর্টের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম সত্যতা নিশ্চিত করেছেন। সংবাদ প্রকাশঃ ০৬-০১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=