বুড়িচংয়ে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি জানান ======
কুমিল্লার বুড়িচং উপজেলার কালিকাপুর আব্দুল মতিন খসরু সরকারি কলেজ মাঠে বাকশীমূল ইউনিয়ন ইসলামী সমাজ কল্যাণ পরিষদ উদ্যোগে এক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) রাতে অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন ঢাকা বিজনেস ক্লাবের সভাপতি অধ্যাপক মোহাম্মদ ছাদেকুর রহমান।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে তাফসির পেশ করেন টঙ্গী তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ড. মোঃ হিফজুর রহমান।
প্রধান আলোচক হিসেবে কোরআনের তাফসির পেশ করেন মাওলানা ড. মুফতি আবুল কালাম আজাদ বাশার (ঢাকা),বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিএইচপি কুরআনের আলো মহাসচিব ও ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি মাওলানা মোঃ মহিউদ্দিন।
মাহফিলে আরও আলোচনা করেন আজ্ঞাপুর কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা মোঃ আল আমিন শিল্পী,কুমিল্লা রেসকোর্স জামে মসজিদের খতিব মাওলানা মোঃ রবিউল্লাহ আনসারী,ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আদনান গাজী, মাওলানা আব্দুর রশিদ জামী ও মাওলানা মোঃ আবদুর রউফ।
বুড়িচং মডেল একাডেমীর প্রধান শিক্ষক মোঃ কবির হোসেন এবং ছয়গ্রাম মডার্ন প্রি-ক্যাডেট স্কুলের প্রিন্সিপাল মোঃ মোশাররফ হোসেনের সহযোগিতায় আয়োজিত এ মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং ফজলুর রহমান মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবু তাহের, সাহেবাবাদ কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা জাহিদ উল্লাহ,অধ্যাপক তাসলিমুর রহমান নিয়াজি, শ্রীমন্তপুর এম.এ. ছাত্তার উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম,মাও.মোহাম্মদ আমিনুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক এ করে এম ফরহাদসহ এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ওলামায়ে কেরাম ও ধর্মপ্রাণ মুসল্লিগণ।
মাহফিলে কোরআনের আলোকে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র গঠনের গুরুত্ব তুলে ধরা হয়। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। সংবাদ প্রকাশঃ ০৬-০১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=