টেকনাফে বিজিবির বিশেষ অভিযানে মানব পাচারচক্রের হাত থেকে ৩ জন উদ্ধার

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান কক্সবাজার প্রতিনিধি কক্সবাজার টেকনাফের কচ্ছপিয়া এলাকায় সাগর পথে পাচারের প্রাক্কালে মানব পাচার চক্রের হাত থেকে তিনজন ভুক্তভোগীকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৫ জানুয়ারি) ভোররাতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) পরিচালিত বিশেষ অভিযানে তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়—একটি সংঘবদ্ধ পাচারকারী চক্র সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় মানব পাচারের প্রস্তুতি নিচ্ছে। এ তথ্যের প্রেক্ষিতে আজ ভোর আনুমানিক ৪টার দিকে কক্সবাজার–টেকনাফ মেরিন ড্রাইভ সংলগ্ন কচ্ছপিয়া এলাকার ঝোপঝাড়ে কৌশলগত অবস্থান নিয়ে অভিযান পরিচালনা করে বিজিবির একাধিক চৌকস দল।
অভিযানকালে দেখা যায়, পাচারকারীরা ভুক্তভোগীদের ভূট্টাখেত ও পানের বরজের মাঝামাঝি স্থানে জিম্মি করে রেখে ট্রলারে তোলার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা রাতের অন্ধকারের সুযোগে জিম্মিদের প্রাণনাশের ভয় দেখিয়ে কয়েকজনকে সঙ্গে নিয়ে পার্শ্ববর্তী পাহাড়ের গভীরে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে তিনজন পুরুষ ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ভুক্তভোগীরা জানান, উন্নত ভবিষ্যৎ, ভালো চাকরি ও উচ্চ বেতনের প্রলোভন দেখিয়ে পাচারকারী চক্রটি তাদেরকে সাগর পথে বিদেশে পাচারের প্রস্তুতি নিচ্ছিল। বিজিবির অভিযানে তাদের সেই বিপজ্জনক ও অনিশ্চিত সমুদ্রযাত্রা ভেস্তে যায়।
টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান, বিজিবিএম, পিএসসি বলেন, “এই অভিযান মাদক ও মানব পাচারের বিরুদ্ধে বিজিবির জিরো টলারেন্স নীতির বাস্তব প্রতিফলন। টেকনাফ সীমান্তের পাহাড় থেকে সমুদ্র—অপরাধীদের জন্য কোথাও নিরাপদ আশ্রয় নেই। মানব পাচারের মতো মানবতাবিরোধী অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান, উদ্ধারকৃত ভুক্তভোগীদের প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে। পাচারকারী চক্রের পলাতক সদস্যদের গ্রেপ্তারে এলাকায় অভিযান ও নজরদারি জোরদার রয়েছে। সংবাদ প্রকাশঃ ০৫-০১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=