কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি বাহার, সাধারণ সম্পাদক জীবন

সিটিভি নিউজ।। নিজস্ব প্রতিবেদক ।।==========
কুমিল্লায় কর্মরত পেশাদার টেলিভিশন সাংবাদিকদের নিয়ে কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের নতুন সভাপতি সময় টেলিভিশনের বাহার রায়হান,সাধারণ সম্পাদক পদে এটিএননিউজের জেলা প্রতিনিধি হুমায়ুন কবীর জীবনকে সাধারণ সম্পাদক করে ২১সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে।
রোববার (০৪ জানুয়ারি) সন্ধ্যায় কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সভায় ২০২৬-২৭ সালের জন্য নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। এর আগে ২০২৪-২৫ সালের কার্যকরী কমিটি বিলুপ্ত করা হয়।
কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির জীবনের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি একাত্তর টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক কাজী এনামুল হক ফারুক।
২১ সদস্যের কমিটির অন্য পদে নির্বাচিতরা হলেন-
কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের উপদেষ্টা পরিষদের কার্যকরী সভাপতি কাজী এনামুল হক ফারুক( একাত্তর টেলিভিশন),সভাপতি-বাহার রায়হান ( সময় টেলিভিশন),সহ-সভাপতি আবুল খায়ের ( আরটিভি) ও দিল রুবাইয়াৎ সৌরভী (চ্যানেল ওয়ান),সাধারণ সম্পাদক- হুমায়ুন কবীর জীবন(এটিএননিউজ) যুগ্ম-সম্পাদক জাহিদুর রহমান(চ্যানেলটোয়েন্টিফোর) ও সৈয়দ আহসান হাবীব পাখী(চ্যানেল নাইন), সাংগঠনিক সম্পাদক শাকিল মোল্লা (দীপ্ত টিভি),দফতর সম্পাদক রাজিব সাহা (চ্যানেল এস),অর্থ সম্পাদক রফিকুল ইসলাম( এসএ টিভি), গ্রন্থনা-প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক মো: হুমায়ূন কবির মানিক(বিজয় টিভি), প্রচার সম্পাদক আবুল কালাম রুবেল মজুমদার(নাগরিক টিভি),ক্রীড়া সম্পাদক মো:মাহফুজ আনোয়ার সৌরভ (এশিয়ান টিভি), শিক্ষা-প্রশিক্ষণ ও সমাজকল্যাণ সম্পাদক মহিউদ্দিন ভূইঁয়া( জিটিভি), তথ্য-প্রযুক্তি ও আপ্যায়ন সম্পাদক –আবদুল্লাহ আল মারুফ(স্টার টেলিভিশন)।
নির্বাহী সদস্য- খালেদ সাইফুল্লাহ(এখন টিভি), সাইফ উদ্দিন রনি( গ্লোবাল টেলিভিশন),আবু মুসা(মাইটিভি),তানভীর দিপু (ইনডিপেডেন্ট টেলিভিশন),সুমন কবির (দেশ টেলিভিশন) ও মাহফুজ নান্টু(এনটিভি),রেজাউল করিম রাসেল( এশিযান টিভি).

সদস্য -মিজানুর রহমান মিনু (আনন্দ টিভি),সাহাব উদ্দিন আহম্মেদ (মোহনা টেলিভিশন)আমির হোসেন( চ্যানেল এস),মো:মাঈন উদ্দিন (গাজী টিভি),আবুল খায়ের আশিক( বাংলা ভিশন টেলিভিশন)আবুল আলী(গ্রীণ টিভি)। = ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন