নওগাঁয় পুলিশের অভিযানে ডাকাতির মালামালসহ ৩ ডাকাত গ্রেফতার

সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি :=================
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম নওগাঁয় যোগদান এর পর থেকেই, মাদক বিরোধী অভিযান, চুরি ডাকাতি ছিনতাই অভিযান অব্যাহত রেখেছেন। সেই ধারাবাহিকতায় ২ জানুয়ারি রাত আনুমানিক ৮টায় বাদী তার ব্যাটারি চালিত অটো চার্জার (ইজি বাইক) নিয়ে ভাড়ার উদ্দেশ্যে নওগাঁ সদর থানাধীন বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে অবস্থান করেন। রাত আনুমানিক ০৯.৪০ ঘটিকায় অজ্ঞাতনামা ৫/৬ জন ব্যক্তি ব্যাগ ও বস্তাসহ পত্নীতলা থানাধীন মধইল যাওয়ার জন্য ভাড়া নির্ধারণ করে যাত্রা শুরু করে।
পথিমধ্যে পত্নীতলা থানাধীন বেলঘরিয়া মোড় থেকে আনুমানিক ১০০ গজ পশ্চিমে পাকা রাস্তার ওপর পৌঁছালে অজ্ঞাতনামা দুইজন ব্যক্তি হঠাৎ ইজি বাইক থেকে নেমে বাদীকে মারধর করে রাস্তার নিচে নামিয়ে মশারির রশি দিয়ে হাত-পা এবং তোয়ালে দিয়ে মুখ বেঁধে ফেলে। প্রাণনাশের হুমকি দিয়ে বাদীর কাছ থেকে একটি ব্যাটারি চালিত অটো চার্জার (ইজি বাইক), চেসিস নং- YDKD21091918, মূল্য আনুমানিক ২,২০,০০০/- টাকা, এবং একটি বাটন মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
উক্ত ঘটনায় ইজি বাইক চালক মোঃ শফিকুল ইসলাম (২৮), পিতা-মৃত মোজাম্মেল হক, সাং-চক পাথুরিয়া, থানা-নওগাঁ সদর, জেলা-নওগাঁ বাদী হয়ে অজ্ঞাত নামা ৫/৬ জনের বিরুদ্ধে পত্নীতলা থানায় একটি মামলা রুজু করেন।
ঘটনার গুরুত্ব বিবেচনায় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম দ্রুত আসামি গ্রেফতার ও মালামাল উদ্ধারের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তাঁর প্রত্যক্ষ দিকনির্দেশনায় এবং পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল ইসলাম–এর সার্বিক তত্ত্বাবধানে একটি চৌকস ও দক্ষ পুলিশ টিম গঠন করে সম্ভাব্য সকল স্থানে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের অংশ হিসেবে ৩ জানুয়ারি পোরশা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় সরাসরি জড়িত তিনজন মূল আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের হেফাজত হতে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত একটি ব্যাটারি চালিত অটো চার্জার (ইজি বাইক) উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে সংঘটিত ডাকাতির ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এ ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামিদের সনাক্তকরণ ও গ্রেফতারের লক্ষ্যে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে নওগাঁ জেলা পুলিশ সর্বদা তৎপর। সংবাদ প্রকাশঃ ০৪-০১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=