কুমিল্লা ১০ আসনে ৭ জন প্রার্থীর মনোনয়পত্র বৈধ, বাতিল ২

সিটিভি নিউজ।। মজিবুর রহমান মোল্লা রির্পোটার, নাঙ্গলকোট==============
কুমিল্লা-১০(নাঙ্গলকোট, লালমাই ) সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শনিবার সম্পন্ন হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা মুঃ রেজা হাসান বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র ৯ জন প্রার্থীর মধ্যে ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন এবং ২ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
বৈধ ঘোষণাকৃত প্রার্থীরা হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পি মনোনীত প্রার্থী সবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা মুহাম্মদ ইয়াছিন আরাফাত, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোঃ শামছুদ্দোহা আশরাফী, গণঅধিকার পরিষদ (জিওপি) প্রার্থী রমিজ বিন আরিফ, আম জনতার দল প্রার্থী মোঃ আবদুল্লাহ আল নোমান, বাংলাদেশ কংগ্রেস প্রার্থী হাছান আহম্মেদ ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট) প্রার্থী কাজি নুরে আলম ছিদ্দিকি।
বাতিলকৃত প্রার্থীরা হলেন, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মোস্তফা সাজ্জাদ হাসান ও বাংলাদেশ জাতীয়তাবাদ দল বি এন পির নামে মনোনয়নপত্র দাখিল করা বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ মোবাশ্বের আলম ভূঁইয়া।
সংসদীয় আসনের মোট ভোটারের শতকরা এক ভাগ ভোটারের স্বাক্ষরে গড়মিল থাকায় স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মোস্তফা সাজ্জাদ হাসানের মনোনয়নপত্র বাতিল করা হয়। তাছাড়া বিএনপির মনোনীত প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দাখিল করে দলীয় চিঠি প্রদান না করায় এবং বাংলাদেশ ব্যাংকের ঋণ সংক্রান্ত সি আই বি রিপোর্টে তার প্রতিষ্ঠান জমজম কার এন্ড অটো মোবাইলের পরিচালক হিসেবে ঋণ খেলাপি হওয়ায় মোঃ মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। সংবাদ প্রকাশঃ ০৪-০১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন